World

৪ কোটি ৩২ লক্ষ টাকায় নিলাম হল ১টা চিঠি, চিঠিতে কেবলই ভারতের কথা

অ্যাপল কর্তা স্টিভ জোবসের নাম কাউকে চিনিয়ে দিতে হয়না। সেই স্টিভ জোবসের ভারতে আসার বিশেষ কারণ জানিয়ে বন্ধুকে লেখা চিঠি নিলাম হল ৪ কোটি ৩২ লক্ষ টাকায়।

Published by
News Desk

ভারতে আসতে চেয়েছিলেন স্টিভ জোবস। প্রয়াত অ্যাপল কর্তার তখন বয়স ছিল মাত্র ১৯ বছর। তখনই তিনি আকৃষ্ট হন হিন্দুধর্মের প্রতি। চেয়েছিলেন কুম্ভমেলায় আসতে। সে বছর কুম্ভমেলা হয়েছিল এপ্রিল মাসে।

স্টিভ জোবস তাঁর এক বন্ধুকে চিঠিতে লেখেন তিনি কুম্ভমেলা দেখতে ভারতে যেতে চান। তিনি মার্চ মাসেই ভারতে চলে আসতে চান। তারপর কুম্ভমেলায় যোগ দেবেন। এটাও লেখেন যে এখনও যাওয়াটা নিশ্চিত হয়নি।

স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস মহাকুম্ভ মেলায় যোগ দিতে এসেছেন। এখানে তাঁর নতুন নামকরণ হয়েছে কমলা। স্টিভের কুম্ভের প্রতি টান যে তাঁর স্ত্রীকেও কতটা প্রভাবিত করতে পেরেছিল তা তাঁর এই মহাকুম্ভে আসা থেকেই পরিস্কার।

স্টিভ জোবসের সেই চিঠি, ছবি – সৌজন্যে – বনহামস ডট কম

এদিকে এই সময় স্টিভ জোবসের ছোটবেলার বন্ধু টিম ব্রাউনকে লেখা সেই চিঠি নিলামে উঠেছিল। নিলামে স্টিভের হাতে লেখা সেই চিঠির দাম ওঠে ৫ লক্ষ ৩১২ ডলার।

ভারতীয় মুদ্রায় যা ৪ কোটি ৩২ লক্ষ টাকার আশপাশে। এই বিপুল দামে স্টিভের লেখা সেই চিঠি নিলাম হয়ে গেছে। যে চিঠি তিনি শেষ করেছিলেন শান্তি শব্দটি ব্যবহার করে।

ভারতীয় আধ্যাত্মবাদ ওই যুবা বয়সেই তাঁকে কতটা প্রভাবিত করেছিল তা স্টিভের কুম্ভমেলায় আসতে চাওয়া থেকে স্পষ্ট। কুম্ভ যে কেবল ভারতীয়দের এক পুণ্য মিলনক্ষেত্রই নয়, তা বিশ্বের সর্বস্তরের মানুষকে সমান ভাবে আকৃষ্ট করে তা স্টিভ জোবসের মত এক মহান মানুষের এই চিঠি আরও একবার প্রমাণ করল।

Share
Published by
News Desk

Recent Posts