Business

স্টেট ব্যাঙ্কের সেভিংসে ন্যূনতম ব্যাল্যান্স ৫ থেকে কমে ৩ হাজার

Published by
News Desk

স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য সুখবর। সম্প্রতি এসবিআই তাদের সেভিংস অ্যাকাউন্টে ৫ হাজার টাকা ন্যূনতম ব্যাল্যান্স আবশ্যিক করেছিল। ‌যারফলে অনেক গ্রাহকের অজান্তেই ফাইন কেটে নেয় ব্যাঙ্ক। এনিয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতে আধিকারিকদের সঙ্গে গ্রাহকদের কথা কাটাকাটির পরিস্থিতিও সৃষ্টি হয়। এই নিয়ে সমালোচনাও হচ্ছিল। সম্ভবত তার জেরেই ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত।

এছাড়া যাঁদের সরকারি সুবিধার টাকা এসবিআই অ্যাকাউন্টে পড়ে বা যাঁদের পেনশন অ্যাকাউন্ট আছে, তাঁদের মিনিমাম ব্যাল্যান্সের আওতা থেকে বাদ দিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। বাদ গেছে মাইনর অ্যাকাউন্টও। ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী হবে।

Share
Published by
News Desk

Recent Posts