Business

গ্রাহকদের মুখে হাসি ফোটাল স্টেট ব্যাঙ্ক

Published by
News Desk

গাড়ির বিক্রি যে উল্লেখজনকভাবে কমেছে তা কদিন আগে প্রকাশিত পরিসংখ্যান থেকেই পরিস্কার। প্রায় ৩৫ শতাংশ কমেছে গাড়ি বিক্রি। গাড়ির বাজারকে অক্সিজেন দিয়ে বিক্রি বাড়াতে এবার গাড়ির ঋণের ক্ষেত্রে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। উৎসবের মুখে এই সুবিধার কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।

গাড়ি কিনতে গেলে এসবিআই থেকে ঋণ নিতে আর দিতে হবে না কোনও প্রসেসিং ফি। এছাড়া গাড়ির ঋণের সুদ কমিয়ে ৮.৭ করে দিয়েছে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এছাড়াও রয়েছে সুবিধা। যেসব গ্রাহক স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের সাহায্যে অনলাইনে গাড়ির ঋণের আবেদন জানাবেন তাঁদের সুদের ওপর আরও ২৫ বেসিস পয়েন্ট ছাড় মিলবে। বেতনভুক ব্যক্তিদের ক্ষেত্রেও রয়েছে সুবিধা। বেতনভুক ব্যক্তিরা অন রোড গাড়ির যা দাম দাঁড়াচ্ছে তার ৯০ শতাংশ টাকাই ঋণ বাবদ পাবেন।

গাড়ির ঋণের পাশাপাশি গ্রাহকদের মুখে আরও অন্য ক্ষেত্রেও হাসি ফুটিয়েছে এসবিআই। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে। ব্যক্তিগত ঋণে সুদও কমিয়েছে ব্যাঙ্ক। ১০.৭৫ শতাংশ করা হয়েছে সবচেয়ে কম সুদের হার। তাছাড়া গ্রাহকদের ওপর থেকে ইএমআই-এর বোঝা কমাতে ঋণ শোধ করার সময়সীমা ৬ বছর পর্যন্ত করেছে স্টেট ব্যাঙ্ক। এছাড়া স্যালারি অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকদের ক্ষেত্রে ইয়োনো অ্যাপের সাহায্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রি-অ্যাপ্রুভড ডিজিটাল লোনের সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক।

শিক্ষা ঋণেও বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক। ভারতে পড়ার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ও বিদেশে পড়ার জন্য দেড় কোটি টাকা পর্যন্ত ঋণদানের কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক। যাতে ন্যূনতম সুদের হার করা হয়েছে ৮.২৫ শতাংশ। ঋণ শোধ করার জন্য ১৫ বছর পর্যন্ত সময় দিচ্ছে ব্যাঙ্ক। এছাড়া বাড়ির ঋণের ক্ষেত্রেও হালে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts