Business

যাবতীয় টার্ম ডিপোজিটে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

Published by
News Desk

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যাবতীয় টার্ম ডিপোজিট বা সময়ভিত্তিক ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। সে কম টাকা থেকে বড় অঙ্কের টাকা, সবধরনের টার্ম ডিপোজিটেই সুদের হার কমানো হয়েছে। তবে কোথাও কম কোথাও বেশি। যা আদপে তাদের সবধরনের গ্রাহকদের জন্যই খারাপ খবর। সুদের হার কমতে থাকা এর একটা বড় কারণ হিসাবে সামনে এনেছে স্টেট ব্যাঙ্ক।

স্টেট ব্যাঙ্কে ২ ধরনের টার্ম ডিপোজিট হয়। ২ কোটি টাকার কম অঙ্কের ডিপোজিটকে বলা হয় রিটেল টার্ম ডিপোজিট। ২ কোটি টাকার ওপরের অঙ্কের টার্ম ডিপোজিটকে বলা হয় বাল্ক টার্ম ডিপোজিট। দীর্ঘসময়ের জন্য ফিক্সড ডিপোজিট হলে রিটেল টার্ম ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। অন্যদিকে বাল্ক টার্ম ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট।

যাঁরা কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাঁদের ক্ষেত্রে ১৭৯ দিন পর্যন্ত টার্ম ডিপোজিটে সুদের হার আরও বেশি কমেছে। কত দিনের তার ওপর ভিত্তি করে সুদের হার কমেছে ৫০ থেকে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। এর বিস্তারিত তথ্য ও খুঁটিনাটি জানতে এসবিআই তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে গ্রাহকদের। এদিকে এসবিআই টার্ম ডিপোজিটে সুদের হার কমানোর পর অন্য ব্যাঙ্কের গ্রাহকরা চিন্তায় পড়েছেন। তাঁদের আশঙ্কা এবার এসবিআই-এর হাত ধরে অন্য ব্যাঙ্কগুলিও একই রাস্তায় হাঁটতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts