Sports

কিদাম্বিকে পদ্মশ্রী দেওয়ার সুপারিশ করলেন মন্ত্রী

Published by
News Desk

পদ্মশ্রীর জন্য শাটলার কিদাম্বি শ্রীকান্তের নাম প্রস্তাব করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী বিজয় গোয়েল। এ বিষয়ে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠিও লিখেছেন তিনি।

দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী। পদ্ম সম্মানের জন্য মনোনয়নের প্রক্রিয়া সেপ্টেম্বরেই সম্পূর্ণ হয়েছে। তবু কিদাম্বির চলতি বছরের দুরন্ত পারফর্মেন্সের কথা মাথায় রেখে তাঁকে এই সম্মান দেওয়ার জন্য সুপারিশ করেছেন গোয়েল।

বিজয় গোয়েল জানান, এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের অবদানকে স্বীকৃতি জানিয়ে তাঁকে উৎসাহ দেওয়া উচিৎ। কার্যত সোনার দৌড় চলছে শ্রীকান্তের। একই বছরে ৪টি সুপার সিরিজে চ্যাম্পিয়ন হওয়া এই ভারতীয় শাটলার লিন ডান, চেন লং এবং লি চং ওয়েই-এর সাথে একাসনে জায়গা করে নিয়েছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই মহিলা শাটলার পিভি সিন্ধুর নাম পদ্মভূষণের জন্য সুপারিশ করা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts