Sports

অপ্রতিরোধ্য শ্রীকান্ত, ইতিহাস গড়ে জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনও

Published by
News Desk

মাত্র কয়েক দিনের ব্যবধানে পরপর দুটি সুপার সিরিজ জিতে ইতিহাস গড়লেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। আজ পর্যন্ত কোনও ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। ফলে রবিবারটা ভারতীয় ব্যাডমিন্টন দুনিয়ার জন্য একটা ঐতিহাসিক দিন হয়ে রইল। এদিন শ্রীকান্ত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অলিম্পিকে সোনাজয়ী চিনের শাটলার চেন লংকে স্ট্রেট সেটে হারিয়ে দেন। শ্রীকান্তের এদিনের খেলা দেখে শুরু থেকেই মনে হচ্ছিল শুধুমাত্র জেতার জন্যই নেমেছেন তিনি। কারণ চেন লং সহজ প্রতিপক্ষ নন। তাঁর মত কুশলী খেলোয়াড়কে এদিন কোর্টে ঘোল খাইয়ে ছাড়ছিলেন কিদাম্বি। ২২-২০, ২১-১৬-তে চেনকে স্ট্রেট সেটে হারিয়ে নিজের অসাধারণ প্রতিভার সাক্ষর রাখলেন শ্রীকান্ত। অস্ট্রেলিয়ায় জয়ের জন্য শ্রীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন শ্রীকান্তকে সম্মান জানাতে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। মালয়েশিয়ান ওপেন জেতার পর অস্ট্রেলিয়ান ওপেন জেতা মুখের কথা নয়। তাই এবার বোধহয় ভারতেরও ভাবার সময় এসেছে যে শুধু ক্রিকেটের পিছনে সময় ও অর্থ না খরচ করে অন্য খেলাগুলোকেও আলোয় আনা উচিত। সেই খেলার সঙ্গে যুক্ত প্রতিভাদেরও সবরকম সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা। কারণ ভারতে ক্রিকেট যে গুরুত্ব বা অর্থ পায় তা অন্য কোনও খেলা পায়না। অথচ সমস্ত খেলাতেই সারা বিশ্বের সঙ্গে লড়ে জিততে হয় খেলোয়াড়দের।

 

Share
Published by
News Desk

Recent Posts