World

বাথটবের জলে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর, ময়নাতদন্তের রিপোর্টে তেমনই উল্লেখ

Published by
News Desk

দুর্ঘটনার শিকার হয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। সংযুক্ত আরব আমিরশাহীর স্বাস্থ্য দফতর এমনই রিপোর্ট সামনে এনেছে বলে দাবি করল সেখানকার সংবাদমাধ্যম গালফ নিউজ। শ্রীদেবীর যে রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে অ্যালকোহলের উপস্থিতিও পাওয়া গেছে বলে খবর। ইতিমধ্যেই শ্রীদেবীর অটোপসি রিপোর্টও তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে রিপোর্টের একটি কপি ভারতীয় রাষ্ট্রদূতের কাছেও পাঠিয়েছে সে দেশের সরকার। ফলে সব কাজ শেষ। এবার শ্রীদেবীকে দেশে ফেরানোর পালা। সেজন্য অনিল আম্বানি তাঁর একটি চার্টার্ড বিমান পাঠিয়ে দিয়েছেন দুবাইতে।

এদিকে জলে ডুবে মৃত্যুর তত্ত্ব সামনে আসার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার তত্ত্ব আর ধোপে টিকছে না। যদি তাই সত্যি হয় তাহলে মদ্যপানের জেরে টাল সামলাতে না পেরে বাথটবের জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। কিন্তু কতটা মদ্যপান করেছিলেন শ্রীদেবী যে টাল সামলানোর মত অবস্থা ছিল না? সে উত্তর মেলেনি। তবে ময়নাতদন্তের রিপোর্টে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শ্রীদেবীর মৃত্যু বাথটবের জলে ডুবেই হয়েছে। এখন দেখার ডেথ সার্টিফিকেট কি বলে।

Share
Published by
News Desk
Tags: Sridevi

Recent Posts