Entertainment

কখন দেশে ফিরছে শ্রীদেবীর দেহ?

Published by
News Desk

গত রবিবার ভোরে দুবাইতে ‘রূপ কি রানি’-র অকাল প্রয়াণের পর এখন জল্পনা তাঁর দেহ কখন দেশে ফিরবে তা নিয়ে। তাঁর দেশ, তাঁর কর্মজীবনের শহর, তাঁর পরিবার, পরিজনদের কাছে শেষবারের মত ফিরে আসুক দেহ। রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হোক। এটাই এখন চাইছেন দেশবাসী। শেষ দেখার জন্য মুখিয়ে তাঁর অনুরাগীরা। কিন্তু কখন দুবাই থেকে দেশে ফিরবে দেহ? সে উত্তর দিতে পারছেন না কেউই। পরিবারের কেউও এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাচ্ছেন না। হয়তো তাঁরাও পরিস্কার করে বুঝে উঠতে পারছেন না।

দুবাইতে দেহের ময়নাতদন্তের পরও রয়েছে অনেক নিয়মকানুন। বিদেশ থেকে একটি দেহ দেশে ফেরাতে গেলে অনেক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেই জটিলতায় ক্রমশ পিছচ্ছে দেহ ফেরার সময়। আম্বানি পরিবারের নিজস্ব চার্টার্ড বিমানে শ্রীদেবীর নশ্বর দেহ দেশে ফেরার কথা। যেটুকু খবর মিলেছে তাতে বিকেলের আগে দেহ দেশে ফেরার সম্ভাবনা কম। আপাতত সেই অপেক্ষায় সকলে।

Share
Published by
News Desk
Tags: Sridevi

Recent Posts