Entertainment

রয়ে গেল অদেখাই, সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী

Published by
News Desk

গত ফেব্রুয়ারিতে আচমকা এক ভয়ংকর ‘সদমা’ পায় বলিউড। শ্রীদেবী আর নেই। দুবাইয়ের হোটেলের বাথরুমে পড়ে গিয়ে অকালে চলে যান ‘রূপ কি রানি’। এই খবর পাওয়া মাত্রই বিস্ময়ে, শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে গোটা দেশ। এই তো সেদিনও তিনি ছিলেন। আর আজ ‘মম’ শূন্য বলিউড শ্রীহীন। একের পর এক সিনেমায় দাপুটে অভিনয় তাঁকে বলিউডে স্বতন্ত্র জায়গা তৈরি করে দিয়েছিল। ভারতীয় সিনেমায় শ্রীদেবীর সে অবদান ভোলার নয়। সেকথা মাথায় রেখে তাঁকে আগেভাগেই সম্মান জানিয়েছে অস্কারের মঞ্চ। এবার দেশের মাটিতেও যোগ্য সম্মান পেলেন শ্রীদেবী। চলচ্চিত্রে জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন তিনি।

প্রায় ২ দশক ধরে বলিউডে রাজত্ব করে গেছেন শ্রী। সদমা, চাঁদনি, লমহে, মিস্টার ইন্ডিয়ার মত একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর কাজের স্বীকৃতিও পেয়েছেন বহুবার। কিন্তু জীবদ্দশায় জাতীয় পুরস্কার শিকেয় ছেঁড়েনি। জীবিত অবস্থায় যা তিনি পাননি, সেই জাতীয় পুরস্কার লাভের সৌভাগ্য হল মরণের ওপারে যাওয়ার পর। গত বছর মুক্তি পাওয়া ‘মম’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন শ্রীদেবী। ঘরে এল জাতীয় পুরস্কার জেতার বিরল সম্মান। যদিও এমন সুখবর নিজে কানে শুনে যেতে পারলেন না বর্ষীয়ান অভিনেত্রী। আগামী ৩ মে রাষ্ট্রপতির হাত থেকে জীবনের প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করা হল না তাঁর। এটুকুই আক্ষেপ শ্রীদেবী ঘনিষ্ঠদের।

Share
Published by
News Desk

Recent Posts