Entertainment

চোখের জলে পঞ্চভূতে লীন চাঁদনি

Published by
News Desk

বুধবারের পড়ন্ত বিকেল সাক্ষী থাকল এক অন্য মুম্বইয়ের। এই মুম্বইয়ের আজ মন খারাপ। তাদের ছেড়ে চলে যাচ্ছেন ‘চাঁদনি’। আর তাঁকে রূপোলী পর্দায় ঝলসে উঠতে দেখা যাবে না। দেখা যাবে না তাঁর অতুলনীয় অভিনয়ের ঝলক। ভিলে পার্লের সেবা সমাজে পবিত্র অগ্নিকুণ্ডের শিখায় সেই সব কিছুই সমর্পিত হয়ে গেল আজ। আত্মা শরীর ছেড়ে মুক্তি পেয়েছে গত শনিবারই। এবার হিন্দু মতে মুক্তি পেল নশ্বর দেহও। দেশের প্রথম মহিলা সুপারস্টার তাঁদের ছেড়ে যাচ্ছেন চিরকালের জন্য। শেষবারের মত তাঁকে চোখের দেখা দেখতে ‘ভাগ্য’-তে দুপুরেই হাজির হয়েছিলেন একঝাঁক সেলেব্রিটি। পরে ভিলে পার্লের মহাশ্মশানে উপস্থিত হন শাহরুখ খান, অমিতাভ বচ্চন। যদিও শ্মশানে এদিন বেশ কিছুটা দেরিতেই উপস্থিত হন অমিতাভ। যার জেরে মুখাগ্নি প্রক্রিয়া বেশ কিছুটা সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়। অমিতাভ আসতেই রীতি মেনে শুরু হয় শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া।

প্রিয় অভিনেত্রীর এদিনের শেষযাত্রাকে সর্বক্ষণ ঘিরে রেখেছিল সংবাদ মাধ্যমের ভিড়। ছিল লক্ষ লক্ষ ভক্তের কালো মাথার ঢল আর কড়া পুলিশি ঘেরাটোপ। কিন্তু সবই ভিলে পার্লের অন্দরমহলের বাইরে। শ্রীদেবী চলে যাচ্ছেন মরণের ওপারে। তাঁকে অন্তিম বিদায় জানাতে পাশে থাকার অধিকার ছিল শোকার্ত পরিজন ও শুভানুধ্যায়ীদের। সাদা ফুলে ঢাকা ‘মম’-কে আর কাছে পাবেন না তাঁরা। বেদনাদায়ক সত্যিটা মেনে নেওয়া ছাড়া আজ আর উপায় ছিল না জাহ্নবী ও খুশির। নববধূর সাজে স্ত্রীকে ভাঙা হৃদয়ে চিরবিদায় দিতে হল স্বামী বনি কাপুরকেও। এক মহাতারকা সদস্যকে হারিয়ে আসনশূন্য হল কাপুর পরিবারের। সকলকে ‘সদমা’ দিয়ে শেষ হল রূপ কি রানির রূপকথার এক যুগ।

Share
Published by
News Desk
Tags: Sridevi

Recent Posts