Entertainment

সাদায় ঢাকা শেষ বিদায়

Published by
News Desk

সাদা রং ছিল তাঁর খুব প্রিয়। ‘লমহে’ সিনেমার শ্যুটিং চলাকালীন নাকি শ্রীদেবী তাঁর পরিজনদের জানিয়েছিলেন তিনি যেদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নেবেন তখন যেন তাঁর সবকিছু সাদা রংয়ে ভরিয়ে দেওয়া হয়। সেকথা রেখেছে তাঁর পরিবার। গ্রিন একরে তাঁর বাড়ি হোক বা ভারসোভার ‘ভাগ্য’ বাংলো। দুবাই থেকে ফেরার আগেই দুই বাড়ির গৃহলক্ষ্মীর শেষ ইচ্ছা মেনে জানলা-দরজার পর্দা থেকে বিছানার চাদর, খাট বিছানা থেকে আসবাব সব ঢেকে দেওয়া হয়েছিল সাদা রংয়ের কাপড়ে। তাঁকে যেখানেই শায়িত রাখা হয় সেখানেই সাদা ফুলে মুড়ে দেওয়া হয়েছিল চারদিক। এদিন যে গাড়িতে তাঁকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে সেই শেষযাত্রার গাড়িও ভরেছে সাদা ফুলে।

৪ বছর বয়সে সিনেমার রঙিন জগতে পা রাখেন শ্রীদেবী। তারপর থেকে সিনেমার সাতরঙা জীবনের সঙ্গেই মিশে গিয়েছিল তাঁর দিন রাত। রঙয়ের সঙ্গেই বসবাস ছিল তাঁর। মাঝের ১৫টা বছর বাদ দিয়ে ৫০ বছরের সেই অভিনয় জীবনে শুধু রঙের সঙ্গে থাকতে থাকতে কী তবে হাঁফিয়ে উঠেছিলেন তিনি? সাদাকে তাই মনে মনে আপন নিয়েছিলেন। চাঁদনির রংয়ে নিজের মনটাকে স্নিগ্ধ করে তুলছিলেন? হয়তো তাই। তাঁর পছন্দের রং সাদা। সেই সাদা রঙয়েই ভরে রূপের রানিকে শেষ বিদায়ের আয়োজন করল পরিবার।

Share
Published by
News Desk
Tags: Sridevi

Recent Posts