Entertainment

শ্রীদেবীকে শেষ দেখা দেখতে রাত থেকে প্ল্যাটফর্ম, ফুটপাথে শুয়ে কাটালেন ভক্তরা

Published by
News Desk

তিনি শুধু বলিউডের মহাতারকাই ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণের স্বপ্নের নায়িকাও। জীবনের শুরুটা দক্ষিণেই। নিজেও তামিলনাড়ুর মেয়ে। চুটিয়ে অভিনয় করেছেন তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায়। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁদের সেই স্বপ্নের নায়িকাকে শেষবারের মত দেখতে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গত মঙ্গলবার বিকেল থেকেই মুম্বই এসে হাজির হন। জানতে পারেন বুধবার সকালে দেখা যাবে শ্রীদেবীকে। তাই রাতটা অনেকে অনেক স্টেশনে শুয়েই কাটিয়ে দিয়েছেন। কেউ বসে থেকেছেন ফুটপাথে। কেউ অন্যত্র।

এত কষ্ট সহ্য করে বিদেশ বিভূঁইয়ে এভাবে রাত কাটানোর পর সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন তাঁরা। মাথার ওপর চড়া রোদ। তাই সই। তবু শ্রীদেবীকে একবার চোখের দেখা দেখতে চান তাঁরা। তার জন্যই এই অসীম অপেক্ষা।

Share
Published by
News Desk
Tags: Sridevi

Recent Posts