National

মুম্বই বিমানবন্দরে নামল শ্রীদেবীর মরদেহ

Published by
News Desk

দুবাই থেকে বিশেষ চার্টার্ড বিমানে মু্ম্বই আনা হল শ্রীদেবীর কফিনবন্দি মরদেহ। দুবাই থেকে দেহ নিয়ে বিমানে আসেন স্বামী বনি কাপুর, বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন কাপুর, বনি কাপুরের বোন। বিমান বন্দরে রাত ৯টা ৩০ নাগাদ নামার পর এখন ভিতরেই রয়েছে দেহ। কাগজপত্রের কাজ সম্পূর্ণ করে দেহ বার করে আনা হবে।

বিমানবন্দরে বৌদি শ্রীদেবীর দেহ নিতে আগেই হাজির হয়েছেন অনিল কাপুর সহ পরিবারের লোকজন। রয়েছে পুলিশি বন্দোবস্ত। গ্রিন করিডর ধরে তাঁর দেহ রাতে বিমানবন্দর থেকে তাঁর বাড়িতে নিয়ে আসা হবে।

Share
Published by
News Desk