World

বৃষ্টি বিধ্বস্ত শ্রীলঙ্কা, মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

Published by
News Desk

গত ১৪ বছরে এমন ভয়ংকর একটানা বৃষ্টি দেখেনি শ্রীলঙ্কা। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে কাদা ধস নেমে বহু গ্রাম চাপা পড়ে যায়। বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেক জায়গায়। অনেক জায়গায় হড়কা বান ধুয়ে দিয়েছে জনবসতি। ধসের নিচে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

এখনও শতাধিক মানুষের কোনও খোঁজ নেই। কয়েক লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ ও আর্ত মানুষের কাছে খাবার ও জল পৌঁছে দেওয়ার জন্য শ্রীলঙ্কা সেনার হেলিকপ্টার কাজ করছে। এখানেও বিপত্তি। দক্ষিণ গলে জেলার কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে জানায় সে দেশের পুলিশ। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এদিকে শ্রীলঙ্কা সেনার এক আধিকারিক ওয়াইএমএস ইয়াপরতনে খাবার দেওয়ার সময় হেলিকপ্টার থেকে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে শ্রীলঙ্কার হাওয়া অফিসের পূর্বাভাস কপালের ভাঁজ আরও পুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি এখনও কমপক্ষে আরও ২ দিন চলবে।

Share
Published by
News Desk
Tags: Sri Lanka