World

হোটেল ছাড়তেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন ভারতীয় অভিনেত্রী

Published by
News Desk

তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর অন্যতম সেরা হোটেল সিনামন গ্র্যান্ড। ওই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। হোটেলের বড়সড় ক্ষতি হয়। আতঙ্ক ছড়ায়। কিন্তু এর কোনও আঁচই লাগেনি তাঁর। শুধু একটাই কারণ। এসব হওয়ার কিছুক্ষণ আগেই হোটেল ছেড়ে বেরিয়ে আসা। একেই বোধহয় বলে রাখে হরি মারে কে!

তিনি যে সিনামন গ্র্যান্ড হোটেলেই ছিলেন। আর বিস্ফোরণের কিছু আগেই হোটেল ছেড়ে বেরিয়ে আসেন, সেকথা ট্যুইট করে জানান দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরতকুমার। রাধিকা লেখেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি যে হোটেল ছেড়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে আসেন সেই হোটেলই এমন ভয়ংকর বিস্ফোরণ হয়েছে।

প্রসঙ্গত শ্রীলঙ্কায় রবিবার সকালে ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বিস্ফোরণ হয় ৩টি চার্চ ও ৩টি হোটেলে। ওই ৩টি হোটেলের মধ্যে একটি সিনামন গ্র্যান্ড। আর সেখানেই ছিলেন রাধিকা।

হোটেল সিনামন গ্র্যান্ড শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনের খুব কাছের একটি হোটেল। শহরের অভিজাত এলাকার বিলাসবহুল হোটেল। শ্রীলঙ্কায় রবিবার সকাল থেকেই খ্রিস্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে পালন করছিলেন। আর তখনই ঘটে ধারাবাহিক বিস্ফোরণ। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২০০ ছাড়িয়েছে। ঠিক কততে গিয়ে মৃতের সংখ্যা দাঁড়াবে তা পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sri Lanka

Recent Posts