World

টানা ৩ দিন একটি বিমানকে ঠায় দাঁড় করিয়ে রাখল ছোট্ট ইঁদুর

ইঁদুর এক ছোট্ট প্রাণি। তার যে এমন ক্ষমতা তা এবার বাস্তবে দেখা গেল। একটা ছোট্ট ইঁদুর ৩ দিন ধরে ঠায় দাঁড়ি করিয়ে রাখল একটি বিমানকে।

Published by
News Desk

ক্ষুদ্র চেহারা হতে পারে, কিন্তু তার জন্যই একটি বিমান স্তব্ধ হয়ে গেল ৩ দিনের জন্য। এমনটা ভাবার কোনও কারণ নেই যে ইঁদুর বিমানের কোনও তার বা যন্ত্রের ক্ষতি করায় এমনটা হয়েছে। মোটেও তা নয়। কোনও যাত্রীর ক্ষতিও করেনি সে। তবু একটি বিমান ৩ দিনের জন্য ঠায় দাঁড়িয়ে রইল। আর তা একেবারেই একটি ইঁদুরের বদান্যতায়।

কি হয়েছিল ঘটনাটি? শ্রীলঙ্কান এয়ারলাইন্স-এর একটি বিমান পাকিস্তানের লাহোর থেকে কলোম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। আকাশে থাকাকালীনই একটি ইঁদুর যে বিমানে রয়েছে তা জানতে পারা গিয়েছিল।

কিন্তু তখন তার কিছু করা সম্ভব হয়নি। ইঁদুরটিও কোনও ক্ষতি করেনি। কিন্তু যাত্রীদের তো বিমানে ইঁদুর থাকলে চিন্তার কারণ আছেই। তাই বিমানটি অবতরণ করার পর যাত্রীরা নেমে গেলে শুরু হয় ইঁদুর খোঁজা।

সদা ব্যস্ত এই বিমানটি ওঠানামা বন্ধ করে দেয়। বিমানবন্দরের কর্মী ও আধিকারিকরা বিমানটির মধ্যে সরেজমিনে তদন্ত চালান। এটা নিশ্চিত হতে যে বিমানে ইঁদুর নেই।

তাছাড়া বিমানের সব যন্ত্র ও তার পরীক্ষা করে দেখেন তাঁরা। এটা নিশ্চিত হতে যে বিমানের কোনও যন্ত্র বা তার চিবিয়ে কোনও ক্ষতি করেনি ইঁদুরটি।

এই পুরো বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হতে ৩ দিন লাগে। এই ৩ দিনে বিমানটি তাই বিমানবন্দর থেকে নড়েনি। সবদিক থেকে নিশ্চিত হওয়ার পর অবশেষে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানটি ফের যাত্রী নিয়ে আকাশে উড়েছে।

Share
Published by
News Desk
Tags: Sri Lanka

Recent Posts