World

আসন্ন নববর্ষে দরিদ্রদের জন্য বিশেষ ভাতা

আসন্ন নববর্ষে দরিদ্র মানুষকে ভাতা দেওয়ার প্রস্তাবে ছাড়পত্র দিল প্রতিবেশি দেশের সরকার। এর ফলে ভাতা পাবেন ৩০ লক্ষেরও বেশি নিম্ন আয়ের মানুষ।

Published by
News Desk

নববর্ষ উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়াল সরকার। ২ মাসের জন্যে আর্থিক সহযোগিতা দেওয়া হবে নিম্ন আয়ের পরিবারগুলিকে।

আসন্ন নতুন বছর আনন্দে উদযাপনের কথা মাথায় রেখে সরকারের এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন ৩১ লক্ষেরও বেশি নিম্ন আয়ের মানুষ। সামনেই সিংহলী ও তামিল নববর্ষ। এই সিদ্ধান্ত শ্রীলঙ্কা সরকারের।

প্রতি পরিবারকে ১৭ ডলার করে আর্থিক সহযোগিতা দেওয়ার সরকারি সিদ্ধান্তে খুশি দরিদ্র মানুষ। যা শ্রীলঙ্কার মুদ্রায় দাঁড়ায় ৫ হাজার এলকেআর।

শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী গামিনী লোকুগে বিষয়টি সরকারিভাবে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন এই প্রকল্প খাতে খরচের জন্যে সরকারের হাতে পর্যাপ্ত তহবিল রয়েছে। নববর্ষ উপলক্ষে এ বাবদ সরকারের খরচ হবে শ্রীলঙ্কার মুদ্রায় ৩০ দশমিক ১ বিলিয়ন এলকেআর।

নিম্ন আয়ের যে বিপুল সংখ্যক মানুষ ভাতা পেতে চলেছেন ইতিমধ্যে তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sri Lanka

Recent Posts