World

সেনাবাহিনীর ট্রাকে ট্রেনের ধাক্কা, মৃত ৫ সেনা

Published by
News Desk

সেনাদের নিয়ে যাচ্ছিল সেনা ট্রাকটি। এক জায়গায় ট্রেন লাইন পার করতে হত ট্রাকটিকে। এসব ক্ষেত্রে সাধারণত লেভেল ক্রসিং থাকে। কিন্তু এই ক্ষেত্রে লেভেল ক্রসিং ছিলনা। কেবলমাত্র চোখে দেখে বুঝেই লাইন পারাপার করতে হবে। আর সেখানেই ঘটে গেল বিপত্তি। সেনা ট্রাকটি ট্রেন আসার আগেই দ্রুত লাইন পার করতে যায়। কিন্তু সময়টা মেপে উঠতে হয়তো পারেননি চালক। প্রবল গতিতে থাকা ট্রেনটি সোজা এসে ধাক্কা মারে সেনা ট্রাকে। ছিটকে পড়ে ট্রাকটি। দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় সেটি।

ঘটনাস্থলেই ৫ সেনার মৃত্যু হয়। ২ জন গুরুতর আহত। তাঁদের সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ২ জনের চিকিৎসা শুরু হলেও এঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত সেনাদের দলা পাকানো ট্রাক থেকে অতি সন্তর্পণে বার করে আনা হয়। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার কিলিনোচ্চি এলাকায়। ট্রেনটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে জাফনা যাচ্ছিল।

কীভাবে ট্রাকটি ট্রেন লাইনের ওপর ঠিক ওই সময়েই চলে এল যখন ট্রেনটি পাস করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফের শ্রীলঙ্কার সুরক্ষা বিহীন লেভেল ক্রসিং নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেখানকার সংবাদমাধ্যম প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষও এই ঝুঁকির পারাপার নিয়ে চিন্তিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sri Lanka

Recent Posts