Entertainment

বিকিনিতে আগুন ধরালেন বাঙালি অভিনেত্রী

Published by
News Desk

তাঁকে সবাই চেনেন পাশের বাড়ির মেয়ে হিসাবে। টিভির পর্দায় তেমনই তাঁর আত্মপ্রকাশ। বিভিন্ন জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে তিনি অতি পরিচিত মুখ। বাংলার মেয়ে শ্রীজিতা দে কদিনের জন্য এখন ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। সেখানেই রামধনু বিকিনিতে নিজের ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শ্রীজিতার সেই ছবিই এখন আগুন ধরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেসব ছবি থেকে চোখ সরাতে পারছেননা তাঁর অনুরাগীরা।

একের পর এক ছুটি কাটানোর সেসব ছবি এখন ইন্টারনেট কাঁপাচ্ছে। কমেন্ট পড়ছে। লাইক পড়ছে। কখনও সাদা বালুকাবেলায়, কখনও গাছের ছাওয়ায়, কখনও ভেজা শরীরে তাঁর একের পর এক পোস্ট হাজার হাজার লাইক শুষে নিচ্ছে মুহুর্তে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk