World

ক্যাটালোনিয়া নিয়ে গণভোট

Published by
News Desk

ক্যাটালোনিয়া ইস্যুতে উত্তাল স্পেনে গণভোটের সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠল। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় জানিয়েছেন, ক্যাটালোনিয়ার ভাগ্য নির্ধারণে আগামী ২১ ডিসেম্বর নেওয়া হবে গণভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ক্যাটালোনিয়া প্রদেশের পদচ্যুত প্রেসিডেন্ট কার্ল পুঁইদেমন্ডকেও। মারিয়ানো জানিয়েছেন, ক্যাটালোনিয়ার জনগণের বক্তব্য শোনার সময় এসেছে। তাঁরাই ঠিক করতে পারেন তাঁদের ভবিষ্যৎ।

ইতিমধ্যেই স্পেনের সেনেট ১৫৫ ধারা প্রয়োগের অনুমোদন পাওয়ার পর ভেঙ্গে দিয়েছে ক্যাটালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট। বরখাস্ত করা হয়েছে স্বঘোষিত প্রেসিডেন্ট কার্ল পুঁইদমন্ড সহ প্রশাসনের অন্যান্য আধিকারিককে। ক্যাটালোনিয়ার স্বাধীনতার পক্ষে থাকা সমর্থককুল স্পেনের অধীনতা থেকে মুক্তির ঘোষণাও করে ফেলেছিলেন। এইরকম পরিস্থিতিতে পাল্টা ক্যাটালোনিয়ার প্রস্তাবিত পতাকায় মড়ার খুলি লাগিয়ে অখণ্ড স্পেনের দাবিতে ৩ লক্ষ মানুষ মিছিলে পা মেলালেন বার্সেলোনায়। এভাবেই তাঁরা বুঝিয়ে দিয়েছেন অখণ্ড স্পেনের পক্ষে সওয়াল করার মতো মানুষের সংখ্যাও অগুনতি। এখন গণভোটের অপেক্ষা। সেখানেই নির্ধারিত হবে ক্যাটালোনিয়ার ভবিষ্যৎ।

Share
Published by
News Desk
Tags: Spain

Recent Posts