কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে দূষণ, প্রতীকী ছবি
তখন ভোর। শহর সবে জেগে উঠেছে। আচমকাই এক ধোঁয়ার কুণ্ডলী নজরে আসে সকলের। পাক খেয়ে ওঠা সেই ধোঁয়ায় আকাশ ছেয়ে যেতে থাকে। মেঘে ছেয়ে যাওয়ার মতই আকাশের মুখ ঢাকতে থাকে এই নতুন মেঘ!
এ পর্যন্ত তো কেবল অবাক করা ছিল। এরপরই প্রশাসনের তরফে যে ঘোষণা হয় তা শুনে আতঙ্ক গ্রাস করে সকলকে। প্রশাসনের তরফে জানানো হয় শহর ও শহর সংলগ্ন এলাকার প্রতিটি মানুষ যেন যেখানে আছেন সেখানেই থাকেন।
সে বাড়ি হোক বা কাজের জায়গা। কেউ যেন রাস্তায় বার না হন। বাড়ি বা অফিস যেখানেই থাকুন সকলে যেন দরজা, জানালা বন্ধ রাখেন। কারণ যে ধোঁয়ার মেঘ আকাশ ছেয়ে ফেলছে তা ভয়ংকর। অতি বিষাক্ত সেই কুণ্ডলী।
যা নাকে গেলে শারীরিক সমস্যা শুরু হয়ে যাবে। অগত্যা আতঙ্কেই দেড় লক্ষের ওপর মানুষ ঘরের মধ্যে আশ্রয় নেন। বন্ধ করে দেন দরজা, জানালা। কাটাতে থাকেন আতঙ্কের প্রহর।
ঘটনাটি ঘটেছে স্পেনের বার্সিলোনা শহরের কাছেই ভিলানোভাতে। এখানেই রয়েছে একটি সুইমিং পুল পরিস্কার করার রাসায়নিকের কারখানা। যেখানে প্রচুর পরিমাণে ক্লোরিন জমা ছিল।
ক্লোরিনে সহজে আগুন ধরে না। কিন্তু যদি ক্লোরিন কোনওভাবে জ্বলতে শুরু করে তবে তার ধোঁয়া আকাশে বিষাক্ত গ্যাস ছড়াতে থাকে। সেটাই হয় এখানে। খুব দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এক সুদীর্ঘ সময় ঘরেই বন্দি থাকতে হয় স্থানীয় বাসিন্দাদের।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…