স্পেন, ফাইল ছবি
অনেক মানুষ আছেন যাঁরা নিজের দেশ ছাড়াও দুনিয়া ঘুরে দেখতে চান। পৌঁছে যেতে যান বিভিন্ন দেশে। সেখানকার দ্রষ্টব্য স্থান থেকে শুরু করে সেখানকার রীতি, নীতি, মানুষের জনজীবন, সংস্কৃতি ঘুরে দেখতে চান।
অনেক দেশ ঘুরে দেখার ইচ্ছাকে সামনে রেখে বিভিন্ন দেশের বহু পর্যটক বেড়িয়ে পড়েন ভিন দেশের উদ্দেশে। দেশ বিদেশে ঘুরতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে ভিসা লাগে। এটা সকলের জানা।
কিন্তু পৃথিবীর অন্যতম পর্যটন আকর্ষণ স্পেন সরকার এমন এক নতুন আইন তৈরি করেছে যা কার্যত বিদেশি পর্যটকদের বিরক্তি বাড়িয়ে দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন স্পেন কি সে দেশে পর্যটন চাইছে?
তাদের কি বিদেশি পর্যটকে আপত্তি আছে? কারণ যে ফতোয়া জারি করেছে স্পেন সরকার, তা পর্যটকদের কাছে নেহাতই অনভিপ্রেত। স্পেন সরকার জানিয়ে দিয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে বিদেশি পর্যটকদের অনেকগুলি তথ্য দিতে হবে।
যেমন তাঁরা কোন হোটেলে উঠছেন, কোন গাড়ি ভাড়া নিচ্ছেন এবং তাঁদের অনেক ব্যক্তিগত তথ্য। বিদেশে বেড়ানোর জন্য নিজের এত ব্যক্তিগত তথ্য কেন অন্য এক দেশের সরকারের সঙ্গে ভাগ করে নিতে হবে এ প্রশ্ন তুলছেন পর্যটকরা।
তাঁরা প্রশ্ন তুলছেন যে অন্য কোনও দেশ তো এভাবে তাদের দেশে বেড়াতে আসা বিদেশি পর্যটকদের কাছ থেকে এসব চাইছে না। তাহলে কেবল স্পেনই কেন? এমনকি সোশ্যাল মিডিয়ায় পর্যটকরা ক্ষোভ উগরে দিয়ে স্পেনে ছুটি কাটাতে যাওয়া বয়কটের আওয়াজ তুলেছেন।