আজব দাবি করা সেই যুবতী, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @paulagonu
তাঁর হাঁটুর একটি অপারেশনে হয়েছিল। অপারেশনের সময় হাঁটুর যে অংশ চিকিৎসকেরা বাদ দেন তা তাঁরা রেখে দেন। কারও শরীরের কোনও অংশ অপারেশন করে বাদ দেওয়া হলে তা তাঁকে দিয়ে দেওয়াই রীতি।
সেইমত চিকিৎসকেরা তাঁকে জিজ্ঞাসা করেন তিনি তাঁর হাঁটুর যে অংশ বাদ গেছে তা নিতে রাজি কিনা। ওই যুবতী চিকিৎসকদের জানান যে তিনি হাঁটুর বাদ যাওয়া অংশটি নিতে রাজি।
এরপর ওই যুবতীর হাঁটুর বাদ যাওয়া অংশটি একটি অ্যালকোহল পূর্ণ জারে ভরে ফেলেন চিকিৎসকেরা। যাতে তা দীর্ঘ সময় ঠিক থাকে। তারপর সেই জার ওই ৩০ বছরের যুবতীর হাতে তুলে দেওয়া হয়।
সেটি বাড়ি আনার পর একদিন তাঁর প্রেমিকের সঙ্গে বসে আলোচনা করেই স্পেনের ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পলা গনু স্থির করেন তিনি তাঁর হাঁটু রেঁধে খাবেন।
পলা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তিনি তাঁর হাঁটু রেঁধে খাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর শরীরের অংশ তাঁর দেহেই ফিরে যাবে এটাই ছিল তাঁর ভাবনা। সেইমত পলা রেঁধে খেয়ে ফেলেন নিজের হাঁটুর ওই অংশটি। কিছুটা রেখে দিয়ে তা তাঁর প্রেমিককেও খাইয়ে দেন।
এদিকে এই ঘটনা ওই যুবতী সামনে আনার পর তা কিন্তু ইন্টারনেট দুনিয়ায় রীতিমত সমালোচিত হয়েছে। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন এটা জানার পর। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিত পলা গনু কিন্তু তাঁর এই দাবি করে কার্যত রোষের মুখেই পড়েছেন।