Entertainment

বিদেশি কলেজের সিলেবাসে রয়েছে বলিউডের একটি সিনেমা, যা পড়তে হয় ছাত্রছাত্রীদের

বলিউড সিনেমা বিদেশেও অনেক সময় জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু তা যে কখনও কোনও পাঠক্রমে জায়গা করে নেবে তা বোধহয় কেউ ভাবেননি। এবার কিন্তু সেটাই হয়েছে।

Published by
News Desk

বলিউড সিনেমা মানেই মনোরঞ্জনের ঠাসবুনট। মশালা সিনেমা হিসাবে বলিউডি সিনেমার বেশ কদর রয়েছে বিভিন্ন দেশে। ফলে এখন বলিউডের অনেক সিনেমা বিদেশও একইসঙ্গে মুক্তি পায়।

বলিউডের এমনই এক সিনেমা শুধু স্পেনে জনপ্রিয়ই নয়, তা একটি কলেজের সিলেবাসে জায়গা পর্যন্ত করে নিয়েছে। সিনেমাটি নিয়ে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের।

এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই যে সিনেমাটি তথাকথিত মশালা সিনেমা নয়। অবশ্যই সিনেমাটিতে টানটান একটি গল্প রয়েছে। ৩ বন্ধু কাহিনি রয়েছে।

২০১১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার শ্যুটিংয়ের অনেকটাই হয়েছিল স্পেনের বিভিন্ন লোকেশনে। হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার অভিনীত সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমাটি স্পেনেও দারুণ জনপ্রিয় হয়।

সবচেয়ে জনপ্রিয় হয় সিনেমায় দেখানো স্পেনের লোকেশনগুলি। আর এখানেই লুকিয়ে আছে সিনেমাটির পাঠক্রমে ঢুকে পড়ার আসল রহস্য।

স্পেনের ওই লোকেশনগুলি সিনেমায় দেখার পর দেখা যায় স্পেনে পর্যটকদের ঢল নামছে। এক ধাক্কায় ৬৫ শতাংশ বাড়ে পর্যটকদের আসা। আর তা হয় ওই একটি সিনেমার দৌলতে।

স্পেনের কলেজে যাঁরা মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাঁদের এই সিনেমাটি নিয়ে পড়তে হয়। এই সিনেমাটিকে সেখানে কেস স্টাডি হিসাবে পড়ানো হয়। ফলে কেবল জনপ্রিয়তাই নয়, একটি বলিউডি সিনেমা পড়ার সিলেবাসেও জায়গা করে নিয়েছে। তাও আবার বিদেশে।

Share
Published by
News Desk