SciTech

ভারতবাসীর গর্বের দিন, মহাকাশে ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা

ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত হল। মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা। নামলেন অবশ্য স্থলে নয়, জলে।

Published by
News Desk

ভারতে তখন ঘড়িতে বিকেল ৩টে পার করেছে। ক্যালিফোর্নিয়ায় তখন মাঝরাত। ক্যালিফোর্নিয়ার কাছে সান দিয়েগো উপকূলে জলের ওপর আছড়ে পড়ে শুভাংশুদের নিয়ে মহাকাশ থেকে ফেরা স্পেসএক্স-এর যান।

শুভাংশু সহ মহাকাশ থেকে ফেরা ৪ জন নভশ্চরই সুস্থ আছেন বলে জানতে পারা গেছে। শুভাংশু পৃথিবীতে ফিরেছেন জানার পরই ভারতের অনেক জায়গায় উৎসব শুরু হয়ে যায়। কেক কাটা হয়। মিষ্টিমুখ হয়।

শুভাংশু দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পৌঁছলেন। তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন। তিনি প্রথম ভারতীয় যিনি মহাকাশ থেকে ৩০০ বার সূর্যকে উঠতে এবং অস্ত যেতে দেখলেন। তিনি প্রথম ভারতীয় যিনি মহাকাশে গবেষণাগারে ৫টি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা চালালেন।

আর তিনিই প্রথম ভারতীয় যিনি মহাকাশে যাওয়ার সময় কৌটো করে গাজরের হালুয়া নিয়ে গেলেন। ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করা শুভাংশু শুক্লা মহাকাশে ২ সপ্তাহের বেশি কাটিয়ে অবশেষে ফিরলেন পৃথিবীতে। তবে পৃথিবী স্পর্শটা মাটি ছুঁয়ে নয়, জল ছুঁয়ে হল।

তাঁর এই ২ সপ্তাহের কিছু বেশি সময় মহাকাশে কাটানোর সময় শুভাংশু পৃথিবীর কক্ষে ৩১০টি পাক খেয়েছেন। ভ্রমণ করেছেন ১ কোটি ৩০ লক্ষ কিলোমিটার। যা এক কথায় সাধারণ মানুষকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk