SciTech

মুখ ঘুরিয়ে ফের পৃথিবীর দিকেই ছুটল ২০টি কৃত্রিম উপগ্রহ, কি হবে এবার

একটা সামান্য এদিক ওদিক। তাতেই ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হল আকাশে। ২০টি কৃত্রিম উপগ্রহ ফের মুখ ঘোরাল পৃথিবীর দিকেই।

Published by
News Desk

সূক্ষ্ম প্রযুক্তি। অত্যন্ত জটিলও। অনেক ধাপ। প্রতিটি ধাপ সঠিকভাবে কাজ না করলেই বিপদ। আর সেই বিপদটাই ঘটিয়ে ফেলল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। স্পেসএক্স তার ফ্যালকন ৯ রকেটে করে মহাকাশে পাঠিয়েছিল অনেকগুলি কৃত্রিম উপগ্রহ।

রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কৃত্রিম উপগ্রহগুলিকে পৌঁছে দেয় মহাকাশে। তারপর তা প্রযুক্তিগত শর্ত মেনে পূর্ব নির্ধারিত কক্ষে কৃত্রিম উপগ্রহগুলিকে প্রতিস্থাপিত করে।

একবার উপগ্রহগুলি নিজ নিজ কক্ষে সঠিকভাবে প্রতিস্থাপিত হয়ে গেলে সেগুলি নিয়ে আর তেমন চিন্তা থাকেনা। বরং তাদের যে কারণে পাঠানো সে কাজ তারা করতে শুরু করে দেয়।

স্পেসএক্স সংস্থা এভাবে রকেটে কৃত্রিম উপগ্রহ নিয়ে পাড়ি দিলেও আকাশে ছুটে যাওয়ার পর দ্বিতীয় প্রতিস্থাপন ধাপে তরল অক্সিজেন লিক শুরু হয়। যা জটিলতা বাড়ায়।

স্পেসএক্স-এর তরফে এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়। এটাও জানানো হয় চেষ্টা করা হয়েছে কৃত্রিম উপগ্রহগুলিকে অন্য উপায়ে সঠিক কক্ষে প্রতিস্থাপিত করার।

কিন্তু তা যে তেমন সফল নয়, তাও সোশ্যাল মিডিয়ায় পরিস্কার করে দেওয়া হয়েছে। ফলে ২০টি কৃত্রিম উপগ্রহ তার কক্ষে প্রতিস্থাপিত না হয়ে বরং উল্টো মুখে ফের পৃথিবীর দিকেই ছুটবে।

তবে সংস্থার তরফে এটাও নিশ্চিন্ত করা হয়েছে যে সেগুলি এমন উদভ্রান্তের মত উল্টো মুখে ছুট দিলেও তার থেকে আগেই কক্ষে থাকা কোনও কৃত্রিম উপগ্রহের কোনও ক্ষতি হবেনা। ক্ষতি হবেনা মানুষেরও। কারণ তা বায়ুমণ্ডলে প্রবেশের পর ধ্বংস হয়ে যাবে।

Share
Published by
News Desk
Tags: SpaceX

Recent Posts