SciTech

হাতের চাপেই জুড়ে যাবে ২টি ধাতু, কি করে এই আশ্চর্য করে দেখাবেন

হাত দিয়ে সামান্য চাপ দিলে ২টি ধাতুর পাতককে জুড়ে দেওয়া যায় কি? শুনে কিছুটা অবাক লাগলেও এমনটা বাস্তবে সম্ভব। তার জন্য যেতে হবে একটি জায়গায়।

Published by
News Desk

২টি ধাতব পাতকে জুড়তে গেলে ওয়েল্ডিং করার দরকার পড়ে। অর্থাৎ উত্তাপ দিয়ে কার্যত ২টি ধাতব পাতের মুখকে নরম করে তারপর সে ২টিকে জুড়ে দিতে হয়। সে সকলের কম্ম নয়। এ বিষয়ে দক্ষরাই তা করতে পারেন। যে কেউ করতে পারেননা।

কিন্তু যে কেউও সেই কাজ করতে পারেন নিছক একটু হাতের চাপে। মানে ২টি ধাতব পাতকে, সে ধাতব পাত যত মোটা, যত শক্তই হোক না কেন, অল্প হাতের চাপ দিয়েই জুড়ে ফেলা সম্ভব।

যেন মনে হবে মুখে আঠা লাগিয়ে জুড়ে দেওয়া হল। কিন্তু তা নয়। বরং একদম ওয়েল্ডিং হয়ে যেমন জুড়ে যায় সেটাই হবে। তবে যে কেউ এটা তখনই করতে পারবেন যদি একটি জায়গায় তাঁরা যেতে পারেন।

কোথায় যেতে হবে এমন এক আশ্চর্যকে বাস্তবে করে দেখাতে গেলে? এজন্য যেতে হবে মহাকাশে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে।

এই মহাকাশে পোঁছে যেতে পারলেই ধাতব পাতকে হাত দিয়ে জুড়ে দেওয়া কোনও শক্ত কাজ হবেনা। যে কেউ হাত দিয়ে অল্প চাপেই জুড়ে ফেলতে পারবেন ধাতুর ২টি মোটা পাত।

এটা সম্ভব হয় কারণ মহাকাশে বায়ুমণ্ডল থাকেনা। সেখানে তাই সহজেই জুড়ে যায় ২টি ধাতুর পাত। একে বলা হয় ‘কোল্ড ওয়েল্ডিং’। যা পৃথিবীতে থেকে সম্ভব নয়। এজন্য মহাকাশে পৌঁছতেই হবে।

Share
Published by
News Desk