SciTech

একটি জন্মে একবারই দেখা যায়, মহাজাগতিক বিস্ময় ধরা দেবে রাতের আকাশে

এক মহাজাগতিক বিস্ময় ধরা দিতে চলেছে। রাতের আকাশে এই ঘটনা ঘটবে। সবচেয়ে বড় কথা গভীর মহাশূন্যের এ দৃশ্য খালি চোখেই দেখতে পাবেন পৃথিবীর মানুষ।

Published by
News Desk

মহাশূন্যে তো সারাক্ষণই নানা মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। তার অতি সামান্যও দেখার সুযোগ হয়না পৃথিবীর সাধারণ মানুষের। তবে এবার এমন একটি ঘটনা সেখানে ঘটতে চলেছে যা খালি চোখেই দেখতে পাবেন পৃথিবীর উত্তর গোলার্ধে বসবাসকারী মানুষজন।

ঘটনাটি ঘটবে সৌরমণ্ডল থেকে অনেকে অনেক দূরে এক অন্য নক্ষত্রপুঞ্জে। যা পৃথিবী থেকে ৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। সেখানে একটি মহাজাগতিক ঘটনা ঘটবে। সেখানে থাকা একটি অতিকায় জ্বলন্ত নক্ষত্র থেকে প্রচুর হাইড্রোজেন তার খুব কাছের একটি হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্রের সারা গায়ে এসে হাজির হবে।

তারপর তার উত্তাপ বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছবে যে সেখানে একটি অতি ভয়ংকর বিস্ফোরণ হবে। বিস্ফোরণের জেরে যে আলো তৈরি হবে তা একটি উজ্জ্বল নক্ষত্রের চেয়েও হাজার গুণ বেশি।

সেই বিস্ফোরণের আলোর ছটা পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে। তাও খালি চোখে। ফলে যে কারও নজরে পড়বে সেটি। এমন ঘটনা একজন মানুষ তাঁর পুরো জীবনে বড় জোর একবার দেখার সুযোগ পান। এতটাই বিরলতম এই দৃশ্য।

এমন বিস্ফোরণ কিন্তু মহাশূন্যে অহরহ হচ্ছে। কিন্তু তা পৃথিবী থেকে দেখা যায়না। খালি চোখে তো নয়ই। কবে হবে এই মহাজাগতিক বিস্ময়? এটা অবশ্য বিজ্ঞানীরা জানাতে পারছেন না।

এটা হবে এখন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনও একটা সময় বলে মনে করছেন বিজ্ঞানীরা। এখানে বলে রাখা ভাল যে সুপারনোভা আর নোভার মধ্যে পার্থক্য আছে। সুপারনোভায় একটি নক্ষত্র শেষ হয়। আর নোভায় একটি নক্ষত্রের কোনও ক্ষতি হয়না।

Share
Published by
News Desk
Tags: NASA