SciTech

একদিনে ১৬ বার সূর্য উঠতে দেখেন হাতেগোনা কয়েকজন মানুষ

একদিনে সূর্য একবারই উদয় হয়। একবারই অস্ত যায়। তার বেশি হতে পারে নাকি। কিন্তু কিছু মানুষ একদিনে ১৬ বার সূর্য উঠতে দেখেন।

Published by
News Desk

সূর্যোদয় বা সূর্যাস্ত নিয়ে একটি ছোট বাচ্চাকেও প্রশ্ন করা হলে সে বলে দিতে পারবে সূর্য সারাদিনে একবার ওঠে আর একবার অস্ত যায়। এ নিয়ে কোনও দ্বিমত থাকতে পারেনা। কিন্তু কিছু মানুষ একদিনে সূর্যকে ১৬ বার উঠতে দেখেন।

আবার ১৬ বার অস্তও যেতে দেখেন। এটা কিন্তু কোনও হেঁয়ালি নয়, এটাই পরম সত্যি। বাস্তবেই তাঁরা ১৬ বার সূর্য ওঠা দেখেন ২৪ ঘণ্টায়।

মহাকাশ বিজ্ঞান চর্চার কাজ যেমন পৃথিবীতে বসেও চলছে, তেমনই মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেও চলছে। সারাবছরই সেখানে মহাকাশচারীরা থাকেন।

একবার গেলে সেখানে বেশ কয়েক মাস গবেষণার কাজ চালিয়ে তারপরই তাঁরা ফেরত আসেন পৃথিবীতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় এই আন্তর্জাতিক স্পেস স্টেশন কিন্তু পৃথিবীকেও পরিক্রমা করে চলেছে।

পৃথিবীকে একবার চক্কর দিতে তার সময় লাগে ৯০ মিনিট। ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সেটি পৃথিবীকে পরিক্রমা করতে থাকে।

আন্তর্জাতিক স্পেস স্টেশন, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

তার মানে একদিনে সেটি ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই ১৬ বার পৃথিবীকে পরিক্রমা করার মানে হল ১৬ বার সূর্য ওঠা দেখা। ১৬ বার সূর্যকে অস্ত যেতে দেখা।

কারণ মাত্র দেড় ঘণ্টায় তো পৃথিবীকে একবার পরিক্রমা করা তার হয়ে যাচ্ছে। তাই মজা করে বলা হয় যখন নতুন বছর পড়ে তখন মহাকাশ গবেষণা কেন্দ্রে থাকা নভশ্চরেরা ১৬ বার হ্যাপি নিউ ইয়ার পালন করার সুযোগ পান ১ দিনে।

Share
Published by
News Desk
Tags: Solar System

Recent Posts