SciTech

নদীর স্রোতের মত বয়ে চলেছে তারারা, মহাজাগতিক বিস্ময় দেখলেন বিজ্ঞানীরা

তারাদের স্রোত বয়ে চলেছে। এমনও যে দেখা যেতে পারে তা কল্পনার অতীত ছিল। মহাকাশের এক বিশেষ জায়গায় এমন এক বিস্ময় দেখলেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

এমন দৃশ্য যে কখনও দেখা যাবে তা ভাবতেও পারেননি মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা নিজেরাই স্বীকার করেছেন যে এমনটা দেখতে পাওয়া নেহাতই কাকতালীয়। ঠিক সেই সময় মহাকাশের বিশেষ ওই স্থানে টেলিস্কোপের সাহায্যে নজর রেখেছিলেন তাঁরা। আর ঠিক সেই সময়ই ঘটে ঘটনাটা।

দেখা গেছে একটি নক্ষত্রের স্রোত বয়ে চলে গেল। এমন দৃশ্য এর আগে তেমন দেখা যায়নি। বিজ্ঞানীরা এই স্রোতের নাম রেখেছেন জায়ান্ট কোমা স্ট্রিম।

২টি ছায়াপথের মাঝখান দিয়ে এই স্রোত বয়ে যেতে দেখা যায়। একটি ৭০ সেন্টিমিটারের টেলিস্কোপ যা মার্কিন মুলুক থেকে পর্যবেক্ষণ করছিল আর অন্য একটি টেলিস্কোপ যা স্পেনের লা পালমা থেকে পর্যবেক্ষণ করছিল, এই ২ টেলিস্কোপের মিলিত প্রচেষ্টায় এই দৃশ্য দেখতে পাওয়া যায়।

বিজ্ঞানীরা মনে করছেন এই নক্ষত্রের স্রোত নজরে পড়াটা একটা বড় আবিষ্কার। কারণ ২টি ছায়াপথের মাঝে প্রতিকূল পরিবেশ ও ভঙ্গুর কাঠামোর কারণ হতে পারে এই স্রোত। ফলে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে আগামী দিনের গবেষণায়।

আগামী দিনে মহাকাশ বিজ্ঞানীরা চাইছেন আরও কাছে টেনে এই নক্ষত্রের স্রোতকে পর্যবেক্ষণ করতে। আরও কাছ থেকে দেখতে। যাতে তার সম্বন্ধে আরও বেশি করে জানতে পারা যায়।

সেই সঙ্গে তাঁরা এমন আরও নক্ষত্রের স্রোত খুঁজে দেখতে চাইছেন মহাকাশে। প্রসঙ্গত কোমা স্ট্রিমটি পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts