Categories: Kolkata

শহরের কোণায় কোণায় রাখা থাকবে দমকল

Published by
News Desk

এতদিন শহরের কোথাও আগুন লাগলে দমকলে খবর দেওয়ার পর নিকটবর্তী দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থলে হাজির হত দমকলের ইঞ্জিন। তবে সময় অনেকটা লেগে যেত। এই অবস্থা বদলাতে এবার উদ্যোগী হলেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। শহরের বিভিন্ন কোণায় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এবার থেকে রাখা থাকবে দমকলের ইঞ্জিন। যাতে শহরের যেখানেই আগুন লাগুক না কেন দ্রুত সেখানে হাজির হতে পারে দমকল। এদিন দমকলমন্ত্রী জানান, শহরে এধরণের উদ্যোগ এই প্রথম। এতে সাধারণ মানুষের লাভই হবে। দমকল দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরাও।

Share
Published by
News Desk

Recent Posts