Business

বিশ্বের সবচেয়ে গরীব দেশ কোনটি, নামটা অবাক করে দেবে

বিশ্বের ধনী দেশেরা সব সময়ই চর্চায় থাকে। দরিদ্র দেশদের খরব কে আর রাখে। বিশ্বের সবচেয় দরিদ্র দেশটির নাম অনেকই হয়তো জানেননা।

Published by
News Desk

বিশ্বের কোনও দেশের দারিদ্র মাপা হয় কয়েকটি দিক মাথায় রেখে। এক হল সে দেশের জিডিপি। অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেই জিডিপিকে যদি কোনও দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপি।

তার সঙ্গে যদি সে দেশের মানুষের ক্রয় ক্ষমতা পরিমাপ করা হয় তাহলে সঠিকভাবে জানা যায় সে দেশের দারিদ্রের চেহারাটা কেমন। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ২০২৪ সালের দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছে।

আইএমএফ প্রকাশিত সেই তালিকায় পরিস্কার হয়ে গেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি স্বাধীনতাই পেয়েছে ২০১১ সালে।

২০১১ সালের ৯ জুলাই মধ্য আফ্রিকার দেশ সুদানের থেকে ভেঙে তৈরি হয় সাউথ সুদান। দক্ষিণ সুদান তাই বিশ্বের সবচেয়ে নতুন স্বাধীন রাষ্ট্র।

এই দক্ষিণ সুদানই হল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। দক্ষিণ সুদানের পরই দারিদ্রের নিরিখে রয়েছে বুরুন্ডি। তারপর তৃতীয় স্থানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সিএআর বা কার। চতুর্থ দরিদ্র দেশ কঙ্গো। আর পঞ্চম স্থানে রয়েছে মোজাম্বিক।

লক্ষ্য করলেই দেখা যায় বিশ্বের দরিদ্রতম ৫টি দেশই রয়েছে আফ্রিকায়। কার্যত এখানেই শেষ নয়, আফ্রিকায় রয়েছে আরও অনেকগুলি দরিদ্র দেশ। তবে সবচেয়ে দরিদ্র এই ৫টি দেশই। শুধু আফ্রিকা নয়, সারা পৃথিবীতে তারা সবচেয়ে দরিদ্র।

Share
Published by
News Desk

Recent Posts