Categories: World

চারতলা থেকে সন্তানদের ছুঁড়ে দিলেন মা

Published by
News Desk

চারতলার জানলা থেকে একের পর এক শিশুকে ছুঁড়ে ফেলে দিলেন মা। পরে তিনিও ঝাঁপ দেন। বাঁচার আশায় মরণঝাঁপের এই ছবি মুহুর্তে ভাইরালে পরিণত হয়েছে। শিউরে ওঠার মত এই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার পিয়ংটাক এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বুধবার আগুন লেগে যায়। ক্রমশ তা ভয়াবহ আকার নিতে থাকে। চারতলার বাসিন্দা ওই মহিলা আতঙ্কে শিশুদের নিয়ে বেরিয়ে আসতে চাইলেও সিঁড়ি দিয়ে নামা সম্ভব ছিল না। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গোটা বাড়িটাই গ্রাস করে ফেলেছে। ফলে বাঁচার জন্য চেঁচাতে থাকেন তিনি। পথচলতি লোকজনকে চেঁচিয়ে নিজের অবস্থার কথা জানিয়ে শিশুদের ফেলার কথা বলেন তিনি। কাছেই ছিল মার্কিন একটি বিমানঘাঁটি। সেখান থেকে কয়েকজন সেনা এসে কার্পেট টেনে ধরেন। চারতলা থেকে সন্তানদের একের পর এক ছুঁড়ে দেওয়ায় তারা বেঁচে যায়। একইভাবে ঝাঁপ দেওয়া মহিলাকেও কার্পেটে লুফে নেন সেনারা। মা ও শিশুরা ভাল আছে বলে জানিয়েছে পুলিশ।

Share
Published by
News Desk