World

সবার সামনে পুরুষ কর্মীর প্যান্ট খুলে দিলেন মহিলা, খুলল অন্তর্বাসও

কর্মস্থলে অন্য কর্মীরাও ছিলেন। তাঁদের সামনেই মজার ছলে এক পুরুষ কর্মীর প্যান্ট খুলে দিলেন এক মহিলা। না চাইতেও খুলে যায় অন্তর্বাসও।

Published by
News Desk

তাঁরা এক রেস্তোরাঁতেই কাজ করেন। মহিলার বয়স ৫০-এর ঘরে। তাঁর সঙ্গে বিভিন্ন বয়সের পুরুষ কর্মী কর্মরত। গতবছর অক্টোবর মাসের একদিন একটি ঘটনা ঘটে। ওই মহিলা আচমকাই এক পুরুষ কর্মীর প্যান্ট ধরে টেনে টান দেন। যাতে তা খুলে যায়।

সেটা খুলেও যায়। টানটা এমনভাবেই পড়ে যে প্যান্টের সঙ্গে সঙ্গে ওই পুরুষ কর্মীর অন্তর্বাস অর্থাৎ জাঙ্গিয়াটিও খুলে যায়। তাও আবার অন্য কর্মীদের সামনে।

মহিলার দাবি তিনি মজা করতে গিয়েছিলেন। তাতেই এমনটা ঘটে। কিন্তু বিষয়টি ওখানেই থেমে থাকেনি। ওই তরুণ কর্মী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন।

আদালতে মামলা শুরু হয়। অবশেষে সেই মামলায় রায়দান করল দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের আদালত। এই ঘটনাকে যৌন অসদাচরণ বলেই ব্যাখ্যা করেছে আদালত। ওই মহিলা স্বপক্ষে বলতে গিয়ে মজা করেছিলেন বলে দাবি করেন।

কিন্তু আদালত বিষয়টিকে এতটা হালকা ভাবে নেয়নি। বরং ওই মহিলার সাজা ঘোষণা করে আদালত। তাঁকে ৮ ঘণ্টা এমন প্রকারের আচরণ থেকে বিরত থাকার পাঠ নিতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ২ হাজার ডলার আর্থিক দণ্ডও ঘোষণা করে আদালত।

ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ ৭১ হাজার টাকার মতন। এই ঘটনার কথা দক্ষিণ কোরিয়ার নানা সংবাদমাধ্যম তো বটেই, এমনকি বিশ্বের নানা সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

Share
Published by
News Desk
Tags: South Korea