World

বেলুনে বেঁধে জঞ্জাল ফেলে যাচ্ছে পড়শি দেশ, অভিযোগ ঘিরে চাঞ্চল্য

অভিযোগ অত্যন্ত গুরুতর। পাশের দেশ তাদের দেশে আকাশপথে জঞ্জাল ফেলে যাচ্ছে। আসার মাধ্যমটা বেলুন। তাতে বেঁধেই এ দেশে এসে পড়ছে পাশের দেশের জঞ্জাল।

Published by
News Desk

পাশের দেশ থেকে উড়ে আসছে বেলুন। বিশাল আকারের বেলুন। অধিকাংশই সাদা এবং অতিকায়। সেই বেলুনের তলায় মোটা দড়ি দিয়ে ঝুলছে নানাধরনের জঞ্জাল ভরা বস্তা। সেগুলি এ দেশে যত্রতত্র পড়ছে। এসে পড়ছে শহরে, এসে পড়ছে গ্রামের ক্ষেতখামারেও।

যদিও এটা নতুন নয়। এর আগেও তাদের পাশের দেশ এই কাণ্ড করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। তাদের দাবি, উত্তর কোরিয়া লাগাতার তাদের দেশে এমন সব জঞ্জাল ভরা বেলুন পাঠাচ্ছে।

এর আগে তো পায়খানা ভরা ব্যাগও বেলুনে বেঁধে দক্ষিণ কোরিয়ায় ভেসে এসেছিল বলে দাবি সিওলের। আবারও ভেসে এল বেলুন বলে দাবি করা হয়েছে।

মোট ২৪০টি এমন বেলুন দক্ষিণ কোরিয়ার দিকে ছেড়েছিল উত্তর কোরিয়া বলে দাবি। তবে সব কটি এসে দক্ষিণ কোরিয়ায় পড়েনি। কিছু পড়েছে।

উত্তর কোরিয়া তখনই বেলুনগুলি ছাড়ছে যখন হাওয়ার বেগ দক্ষিণ কোরিয়া অভিমুখে থাকছে। যাতে সেই হাওয়ায় সহজেই সীমানা পার করে দক্ষিণ কোরিয়া পৌঁছে যায় বেলুনগুলি।

এবার যে বেলুনগুলি এসে পড়েছে তাতে অবশ্য পায়খানা জাতীয় কিছু ছিলনা। ছিল প্রচুর নোংরা প্লাস্টিক বোতল এবং প্রচুর কাগজ। দক্ষিণ কোরিয়ার দাবি দফায় দফায় ২৮ মে-র পর থেকে ৩ হাজার ৬০০টি এমন বেলুন ছেড়েছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া যে বেলুন পাঠানোর কথা অস্বীকার করে তাও নয়। তাদের পাল্টা দাবি, সিওল তাদের দেশে সীমানা পার করে উত্তর কোরিয়া বিরোধী কাগজ ফেলে দিয়ে যায়। তার যোগ্য উত্তর দিতেই নাকি এ কাজ করেছে কিমের দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts