SciTech

প্রথমে চাঁদে পা, তারপর লাল গ্রহে পতাকা, মহাকাশের দৌড়ে নতুন দেশ

দুর্বার গতিতে অন্যদের পিছনে ফেলার পরিকল্পনায় বুঁদ তারা। প্রথমে চাঁদে পা দিতে চলেছে তাদের যান। তারপর মঙ্গলে গিয়ে জাতীয় পতাকা ওড়াতে চায় এই দেশ।

Published by
News Desk

মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত যে বিশ্বের সব দেশকে তাক লাগিয়ে দিয়েছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারেনা। একের পর এক সাফল্য ভারতকে বিশ্বের দরবারে এক অন্যই সম্ভ্রম এনে দিয়েছে। চাঁদে চতুর্থ দেশ হিসাবে পা রাখার পর জাপান পঞ্চম দেশ হিসাবে সেই সম্মান অর্জন করেছে।

এবার এই হাতে গোনা কয়েকটি দেশের মহাকাশে দাপট দেখানোর দৌড়ে শামিল হতে চায় আরও একটি দেশ। তারা চায় ২০৩২ সালে চাঁদে পা রাখতে।

কেবল চাঁদে পা রেখেই তারা বসে থাকবেনা। তারপর তারা পাড়ি দেবে মঙ্গলগ্রহের উদ্দেশে। ২০৪৫ সালে মঙ্গলগ্রহে দেশের পতাকা লাগানো তাদের লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়োল।

দক্ষিণ কোরিয়া যে মহাকাশ গবেষণায় এবার উঠেপড়ে লাগতে চাইছে তা পরিস্কার করে দিয়েছেন উন। এজন্য প্রাথমিকভাবে ৭২.৫ বিলিয়ন ডলার ব্যয়বরাদ্দও মঞ্জুর হয়েছে। ভারতীয় মুদ্রায় যার অর্থ ৬০ হাজার কোটি টাকারও বেশি।

এই ব্যয় বরাদ্দ সময়ের সঙ্গে আরও বাড়ানোর কথাও জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়া জুড়েই মহাকাশ গবেষণায় জোর দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজও শুরু হচ্ছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট।

ফলে এটা পরিস্কার যে দক্ষিণ কোরিয়া এবার ভারতের মত মহাকাশ গবেষণায় বাকি অগ্রণী দেশের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: South Korea

Recent Posts