World

শিল্পকর্ম দেখতে গিয়ে তার একটি অংশ খেয়ে ফেললেন আর্ট কলেজের ছাত্র

শিল্পকর্ম দেখার জিনিস, খাওয়ার নয়। কিন্তু এক আর্ট কলেজের ছাত্র সেই বহুমূল্য শিল্পের একটা অংশ খেয়ে ফেললেন। একটি আর্ট মিউজিয়ামে ঘটা এই ঘটনায় তাজ্জব অনেকেই।

Published by
News Desk

শিল্প প্রদর্শনী অনেক জায়গায় হয়ে থাকে। এমনই এক শিল্প প্রদর্শনীতে ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার একটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছিল। কমেডিয়ান শীর্ষক এই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান-এর করা। যা দেখতে বহু মানুষের ভিড় জমছিল।

শিল্প অনুরাগীদের পাশাপাশি আর্ট কলেজের ছাত্ররাও আসছিলেন এই বিরল শিল্পকর্ম চোখে দেখতে। সেখানেই ঘটে ঘটনাটা। এই শিল্পকর্মে ফলের ব্যবহার রয়েছে।

দেওয়ালে একটি পাকা কলা টেপ দিয়ে লাগানো ছিল। যা ওই শিল্পকর্মেরই অঙ্গ। এক ছাত্র ওটা দেখতে দেখতে হঠাৎ কলাটা টেপ থেকে খুলে নিয়ে নেন। তারপর তার খোসা ছাড়িয়ে খেতে থাকেন।

কলার বেশ খানিকটা খেয়ে ফের তা টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে দেন ওই ছাত্র। দক্ষিণ কোরিয়ার সিওলের লিয়াম মিউজিয়াম অফ আর্ট-এ এই প্রদর্শনী চলার সময় এমন ঘটনার পর দ্রুত ওই ছাত্রকে পাকড়াও করে মিউজিয়ামের আধিকারিকরা জিজ্ঞাসা করেন তিনি এমনটা করলেন কেন?

ওই ছাত্র জানান তিনি সেদিন ব্রেকফাস্ট না করেই এসেছিলেন। তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। কলাটা দেখে তাই তিনি কিছুটা খেয়ে ফেলেছেন।

বিষয়টি ওই ইতালীয় শিল্পীকেও জানানো হয়। তবে তিনি কোনও পদক্ষেপ ওই ছাত্রের বিরুদ্ধে চাননি। মিউজিয়াম কর্তৃপক্ষও কোনও পদক্ষেপ নেয়নি।

কেবল দ্রুত একটি পাকা কলা এনে আধ খাওয়া কলাটির জায়গায় টেপ দিয়ে লাগিয়ে দেয় মিউজিয়াম কর্তৃপক্ষ। প্রসঙ্গত শিল্পে ফলের ব্যবহার হলে সেই ফল প্রতি ২-৩ দিনে বদলে ফেলা হয়।

Share
Published by
News Desk
Tags: South Korea

Recent Posts