কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ছাগল, প্রতীকী ছবি
বন্দি ছিল ভিতরে। তাও দেশি নয়, একেবারে বিদেশি বন্দি। এ দেশের রীতিনীতি, আবহাওয়া, পথঘাট কিছুই তার চেনা নয়। যেখানে বন্দি করে রাখা হয়েছিল তাকে তার দরজা ছিল বাইরে থেকে বন্ধ। তবে তালাবন্ধ নয়। একটি ছিটকিনি দিয়ে দরজাটা বন্ধ ছিল।
বিষয়টি নজর করেছিল বাড়ির পোষা ছাগলটি। ছাগলটি তক্কে তক্কে ছিল। যখন সে দেখে যে আশপাশে কেউ নেই, তখন এগিয়ে যায় সেই জায়গার দিকে যেখানে ক্যাঙ্গারুটিকে বন্দি করে রাখা হয়েছিল।
সেই ক্যাঙ্গারু যা দক্ষিণ ক্যারোলিনায় পাওয়া যায় না। নিয়ে আসতে হয় ভিনদেশ থেকে। সেটাই এনেছিলেন ওই ছাগলের মালিক। যা বোধহয় ছাগলটির মোটেও পছন্দ হয়নি।
তাই সে গুটি গুটি পায়ে এগিয়ে সকলের নজর এড়িয়ে বাইরে থেকে বন্ধ দরজার ছিটকিনি খুলে দেয়। দরজা খোলা পেয়ে ক্যাঙ্গারুটিও আর পালাতে দেরি করেনি। কিন্তু পালাল তো বটে। যাবে কোথায় সেটাই তো জানা নেই!
উদভ্রান্তের মত রাস্তায় ঘুরতে থাকে ক্যাঙ্গারুটি। সে খবর যায় পুলিশের কাছে। দক্ষিণ ক্যারোলিনা পুলিশ অনেক কসরত করে তাকে অবশেষে ধরতে সমর্থ হয়। ফিরিয়ে দেয় তার মালিকের কাছে।
প্রথমে মালিকেরও জানা ছিলনা ক্যাঙ্গারুকে পালাতে কে সাহায্য করেছে। পরে তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর পোষা ছাগলই যে ক্যাঙ্গারু ভাগিয়েছে তা জেনে ফেলেন তিনি। তার আগে এক প্রতিবেশি তাঁকে সতর্ক করায় তিনি প্রথম জানতে পারেন তাঁর ক্যাঙ্গারু বন্দি অবস্থা থেকে পালিয়েছে।