শহর দাপানো সেই মাকড়সা বাঁদর, ছবি – সৌজন্যে – ফেসবুক – @adam.green.130616
সে যে কখন সকলের অলক্ষ্যে মনিবের বাড়ি থেকে বেরিয়ে শহরে ঘোরা শুরু করেছে তা জানা যায়নি। তবে সে যে শহরে দাপাদাপি করছে সে খবর সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতে থাকে। এমনকি একজন তো তার ছবি তুলে পোস্টও করে দেন।
শুধু কি তাই, তখন আবার শহর জুড়ে চলছে এক বিশেষ উৎসব। এই সময় বাঁদরের দাপাদাপির কথা জেনে শহরের মেয়র নিজেই তাঁর স্ত্রী এবং এক সরকারি কর্মীকে নিয়ে বেরিয়ে পড়েন সেই বিশেষ প্রজাতির বাঁদরকে পাকড়াও করতে।
ইওটাভিল হল আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার একটি ছোট্ট শহর। যেখানে প্রতিবছর ইওটাভিল উৎসব পালিত হয়। ঠিক সেইসময় এই মাকড়সা বাঁদর বা স্পাইডার মাঙ্কি যাতে শহরবাসীকে বিব্রত করতে না পারে সেজন্য আপ্রাণ চেষ্টা চলতে থাকে।
কিন্তু বাঁদরকে ধরা যাচ্ছিল না কিছুতেই। অবশেষে একটি পার্কের কাছে মেয়রের সঙ্গে ওই মহিলা সরকারি কর্মী বাঁদরটিকে ছুটে ধাওয়া করেন। তাতেও তাকে ধরা যায়নি। ঠিক তখনই একটি ফন্দি মাথায় আসে ওই মহিলার।
তিনি একটি কফির কাপ নিয়ে সেটিকে একটি জায়গায় রেখে দেন। যা দিয়ে ধোঁয়া বার হচ্ছিল। সেটা দূর থেকে দেখার পর সেটা কি জানার জন্য বাঁদরটি কফি কাপটির কাছে এসে হাজির হয়। সেটিকে পর্যবেক্ষণ করতে থাকে।
আর সেই সুযোগে তাকে পাকড়াও করার কাজটা অনেক সহজ হয়ে যায়। এর মাঝেই এক মহিলা এসে দাবি করেন ওই মাকড়সা বাঁদরটি তাঁর পোষা। ফলে সেটি তাঁর হাতে তুলেও দেওয়া হয়। তবে এ যাত্রা একটা কফির কাপ বাঁদরের দাপাদাপির হাত থেকে শহরটিকে রক্ষা করল।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…