সমুদ্রসৈকতে আটকে থাকা পালতোলা নৌকা, ছবি – সৌজন্যে – ফেসবুক – @horrycountypd
সমুদ্রের ধারে প্রতিদিনই মানুষ আসেন। অবসর কাটান। সমুদ্রকে উপভোগ করেন। কিন্তু সেই সমুদ্রের ধারেই ভেসে এল একটি রহস্যময় পালতোলা নৌকা। ফলে সাদামাটা অবসরটা আর রইল না। তৈরি হল কৌতূহল।
সাধারণত এমন পালতোলা নৌকা সমুদ্রের জলে ভেসে বেড়ালেও সেগুলি এভাবে বালির ওপর উঠে আসেনা। কেউ যে সেটাকে নিয়ে এসেছেন এমনও নয়। সেটা আপন মনেই ভাসতে ভাসতে চলে আসে বালুকাবেলায়। তারপর বালিতে এসে আটকে যায়।
এমন এক ফাঁকা পালতোলা নৌকা বালিতে এসে আটকে যাওয়ার পর ওই বিচে ঘুরতে আসা প্রায় সকলেই তা দেখতে ভিড় জমান। খবর পেয়ে পুলিশও হাজির হয়। পুলিশ সকলকে ওই নৌকার ধারেকাছে যেতে নিষেধও করে।
পুলিশ এরপর ওই পরিত্যক্ত নৌকাটির মালিকের খোঁজ শুরু করে। মালিকের খোঁজও পাওয়া যায়। যদিও সেই নৌকা ওভাবে ভেসে চলে এল কীভাবে তা পরিস্কার নয়। মালিক ওই নৌকাটি সরানোর ব্যবস্থা করেন।
তবে পুলিশ এখনও বিষয়টি নিয়ে সন্দেহে। তাই তদন্ত বন্ধ হয়নি। কেন ওই নৌকাটি এভাবে জলে নিজের মত ভেসে এসে বালিতে আটকে রয়েছে সেটা রহস্যই রয়ে গেছে পুলিশের কাছে।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচে। ঘটনাটির কথা হরি কাউন্টি পুলিশ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছে। এদিকে ওই নৌকাটিকে এর আগে সমুদ্রে নিজের মত ভাসতে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…