৬০ হাজার বছর পুরনো তির বদলে দিল এতদিনের ইতিহাস
৬০ হাজার বছর আগেও যে মানুষ তিরকে ভয়ংকর বানিয়ে ফেলার কৌশল রপ্ত করেছিল তা বলে দিল এক আবিষ্কার। যা কার্যত আগের সব ধারনা বদলে দিল।
একটি গুহা থেকে উদ্ধার হল কিছু তির। যার আবিষ্কার কার্যত বদলে দিল মানুষের এতদিনের ধারনা। কেবল কিছু তির নয়, তখন শিকারিরা এই তিরে একটি বিশেষ বস্তু লাগিয়ে রাখতেন। যা আদপে বিষ। এই বিষ এমনই ছিল যা ধীরে ধীরে বিষক্রিয়া তৈরি করবে শরীরে।
সহজ করে বললে ৬০ হাজার বছর আগেও মানুষ তিরে বিষ মাখানোর কৌশল রপ্ত করেছিল। যেকথা এই আবিষ্কারের আগে পর্যন্ত জানা ছিলনা। কারণ এখনও পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে পাওয়া নিদর্শনের ওপর ভিত্তি করে গবেষকেরা নিশ্চিত ছিলেন ৫০ হাজার বছর আগেও মানুষ তিরে বিষ মাখিয়ে ব্যবহারের কৌশল জানত।
কিন্তু তারও ১০ হাজার বছর আগে যে এই কৌশলের ব্যবহারিক প্রয়োগ ছিল তা কারও জানা ছিলনা। ফলে বিষ মাখানো তির ব্যবহারের আদি কথা জানতে গেলে যে আরও ১০ হাজার বছর পিছিয়ে যেতে হবে তা এই নতুন আবিষ্কার জানান দিল।
দক্ষিণ আফ্রিকার কাজুলু নাটাল নামে একটি প্রত্নতাত্ত্বিক এলাকার উমলাতুজানা গুহার মধ্যে থেকে প্রত্নতাত্ত্বিকরা কয়েকটি তির উদ্ধার করেছেন। যার বেশ কয়েকটির মুখের কাছে বিষ মেশানো ছিল।
তিরগুলি পরীক্ষার পর জানা গেছে সেগুলির বয়স ৬০ হাজার বছর। ফলে বিষ মাখানো তিরের ব্যবহার আরও আগে থেকেই মানুষ জানত। তারা সেই বিষ মাখানো তির দিয়ে শিকারও করত। এই আবিষ্কার কিন্তু এতদিনের সব ধারনা বদলে দিল।













