World

পেঙ্গুইনের জন্য ভেঙে পড়ল হেলিকপ্টার, তবে পেঙ্গুইনের কোনও দোষ নেই

সবাই জানেন পেঙ্গুইন উড়তে পারেনা। একটু ডানা ঝাপটে লাফ দেয় ঠিকই, তবে তা ওড়া নয়। সেই পেঙ্গুইনের জন্য আকাশ থেকে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার।

Published by
News Desk

কোনও পাখি হলেও কথা ছিল। বোঝা যেত যে পাখিটি উড়ে হেলিকপ্টারের সামনে এসে পড়ায় বা ইঞ্জিনের সঙ্গে ধাক্কায় বা অন্য কোনও কারণে ক্ষতিটা হয়েছে। আকাশে উড়তে থাকা হেলিকপ্টার ভেঙে পড়েছে যাত্রীদের নিয়ে। কিন্তু একটা পেঙ্গুইন! যে পেঙ্গুইন উড়তেই পারেনা।

যদি সে উড়তেই না পারে তাহলে আকাশে থাকা হেলিকপ্টারের কোনও ক্ষতি সে করবে কীভাবে? অথচ পেঙ্গুইনের কারণেই ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। তাহলে ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

ওই হেলিকপ্টারে থাকা ৩ জন যাত্রী ও পাইলট দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ-এর বার্ড আইল্যান্ডে অবতরণ করেন। সেখান থেকে একটি পেঙ্গুইনকে ধরেন এক যাত্রী। তারপর সেটিকে একটি বাক্সে ভরে নেন।

পাইলট কিন্তু সাফ জানান এভাবে বাক্সে করে পেঙ্গুইন নিয়ে তিনি উড়তে রাজি নন। এতে যে কোনও ক্ষতি হতে পারে। কিন্তু ওই যাত্রী নাছোড়। তিনি পেঙ্গুইন নিয়েই ফেরত যাবেন।

ওই যাত্রী পাইলটকে আশ্বস্ত করেন যে পেঙ্গুইনটি যে বাক্সে তিনি ভরেছিলেন, সেই বাক্সটি তিনি কোলে রেখে হাত দিয়ে চেপে ধরে রাখবেন। যাতে পেঙ্গুইন উড়ন্ত অবস্থায় থাকা হেলিকপ্টারে কোনও সমস্যা না তৈরি করতে পারে।

সেইমত তিনি বাক্স নিয়ে পাইলটের পাশের সিটে বসেন। কোলে বাক্স রেখে চেপে ধরেন সেটিকে। কিন্তু হেলিকপ্টারটি ওড়ার পরই তাঁর হাত ফস্কে পেঙ্গুইন ভরা বাক্স গিয়ে পড়ে সাইকেল পিচ কন্ট্রোল লিভারের ওপর।

বাক্সের ধাক্কায় লিভারটি চূড়ান্ত ডান দিকে ঘুরে যায়। যার ফলে হেলিকপ্টারটি কার্যত আকাশে পাক খেয়ে নিয়ন্ত্রণ হারায়। সোজা এসে মুখথুবড়ে পড়ে জমিতে। এতে হেলিকপ্টারটির যথেষ্ট ক্ষতি হলেও ৩ যাত্রী, পাইলট এবং পেঙ্গুইনটির কোনও ক্ষতি হয়নি। সকলেই ভাল আছেন।

Share
Published by
News Desk
Tags: South Africa