World

রাস্তায় ঘুরছে অতিকায় প্রাণি, দেখেই ভয়ে পালালেন মানুষজন

রাস্তায় এক অতিকায় প্রাণি ঘুরে বেড়াচ্ছে। দূর থেকে তাকে দেখেই গাড়ি ঘুরিয়ে নিলেন অনেকে। ফাঁকা হল রাস্তা। যে কজন পথে ছিলেন যেদিকে পারলেন পালালেন।

Published by
News Desk

একবার যদি নাগালের মধ্যে পায় তাহলে কি করবে তা কিঞ্চিত অনুমেয়। তার হাতে পড়লে প্রাণটি যে হেলায় হারাতে হবে তাও মোটামুটি সকলের জানা। বাঁচার পথ নেই। কিন্তু তাকে যে রাস্তায় দেখা যেতে পারে তাই তো কল্পনার অতীত।

এ প্রাণি রাজপথে চলে এল কি করে? অবশ্য তাকে দেখার পর সেসব নিয়ে গবেষণার সময় কারও হাতে ছিলনা। যে যেদিকে পারলেন পালালেন।

এমনকি যাঁরা গাড়িতে ছিলেন তাঁরাও কোনও ঝুঁকি না নিয়ে গাড়ি ঘুরিয়ে নিলেন। এ প্রাণি যদি গাড়ির ওপর চড়াও হয় তাহলেও বিপদের শেষ থাকবেনা।

এদিকে জলহস্তীটি কিন্তু রাস্তায়, ফুটপাথে নিজের মত ঘুরে বেড়াতে শুরু করে। একটি বাড়ির পাঁচিলও ভেঙে দেয়। পরিচিত পরিসর না হওয়ায় সে নিজেও ঠিক করে উঠতে পারছিলনা এই শহুরে রাস্তায় সে কি করবে!

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সেখানে রঁদেভলেই নেচার রিজার্ভ-এ অনেক পশুপাখির বাস। সেখানেই রয়েছে বেশ কয়েকটি জলহস্তীও। একটি ঘেরাটোপের মধ্যেই থাকে তারা। তবে খোলা আকাশের নিচে প্রকৃতির বুকে। কোনও খাঁচায় নয়।

রাতে সেই নেচার রিজার্ভের বেড়া ভেঙেই এই জলহস্তী বেরিয়ে পড়ে রাস্তায়। তারপর ঘুরতে থাকে এদিক ওদিক। যা শহরের গ্রেসি পার্ক এলাকার মানুষজনের বুকে ভয় ধরিয়ে দেয়।

সকলেই জানেন জলহস্তী নাগালে পেলে আর রক্ষা নেই। পরে অবশ্য জলহস্তীটিকে ফের পাকড়াও করে নেচার রিজার্ভে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় নেচার রিজার্ভ কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন কেপটাউনবাসী। বেড়া আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Share
Published by
News Desk
Tags: South Africa

Recent Posts