World

বিনা নিমন্ত্রণে পিকনিকে হাজির হল কুমির, চোখের সামনে চুরিও করল

এমন ঘটনা যেমন হাড় হিম করা, তেমনই মজাদারও। এক কুমিরের এমন কাণ্ড ক্যামেরায় ধরা পড়েছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে।

Published by
News Desk

তাঁরা বেড়াতে বেড়িয়েছিলেন প্রকৃতির মাঝে। জিপ নিয়ে বার হয়েছিলেন। সঙ্গে ছিল যথেষ্ট পরিমাণ খাবার ও পানীয়। বেশ জমিয়েই কাটছিল দিনটা। জঙ্গল, পশুপাখি, নদীর ধার, সব মিলিয়ে একটা সুন্দর দিন।

দক্ষিণ আফ্রিকার রিটস্প্রুইট গেম রিজার্ভ-এ এই সুন্দর দিনটায় যে এমন এক কাণ্ড ঘটে যাবে তা অবসর জীবন কাটানো মানুষগুলো ভাবতেও পারেননি। কার্যত এমন কাণ্ড হল যা তাঁদের স্মৃতিতে এই দিনটার সুখানুভূতির জায়গায় ভয়ংকর অভিজ্ঞতাটাই ঝলমলে করে রাখল।

একটি নদীর তীরে তাঁরা খাবার সাজিয়ে বসেছিলেন পিকনিকে। খাবারদাবারের সঙ্গে ছিল যথেষ্ট পরিমাণ পানীয়। যা একটি কুলার বক্সে করে তাঁরা এনেছিলেন।

আচমকাই নদীর জল থেকে উঠে আসে একটি কুমির। তারপর সটান হাজির হয় পিকনিকে। পিকনিক ওঠে লাটে। সকলেই সেখান থেকে দূরত্বে চলে যান। কিন্তু ক্যামেরা চালু রাখেন।

দেখা যায় কুমিরটি সব ছেড়ে কুলার বক্সে হানা দিয়েছে। কিছুটা সময় কুলার বক্সে মাথা দিয়ে থাকার পর সেটিকে মুখে কামড়ে ধরে কুমির পাড়ি দেয় জলের দিকে।

চোখের সামনে থেকে চুরি যাচ্ছে তাঁদের কুলার বক্স। কিন্তু কিছুই করে উঠতে পারেননি ওই বৃদ্ধ বৃদ্ধারা। কার্যত তাঁদের সামনে দিয়ে বক্সটা তুলে নিয়ে জলে নেমে যায় কুমিরটি। তারপর আর এক কুমিরের সহায়তায় সে ওই বক্সটিকে আরও গভীর জলে নিয়ে যায়।

কুলার গেলেও প্রাণ বাঁচায় খুশি অবসরপ্রাপ্ত মানুষগুলো। দ্রুত তাঁরা ওই জায়গা থেকে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

Share
Published by
News Desk
Tags: South Africa

Recent Posts