Categories: Sports

‘মূর্খের স্বর্গে বাস করছেন শাস্ত্রী’, বললেন সৌরভ

Published by
News Desk

ভারতীয় দলের কোচ নির্বাচনের সময় অন্যতম নির্বাচক হয়েও তাঁর ইন্টারভিউয়ের সময় হাজির ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। অনিল কুম্বলেকে ভারতীয় দলের চিফ কোচ হিসাবে একবছরের জন্য বেছে নেওয়ার পর থেকেই কোচের দৌড়ে থাকা প্রাক্তন চিফ কোচ রবি শাস্ত্রী নিশানা করেছিলেন সৌরভকে। বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় দলের দায়িত্ব না পাওয়ার জন্য ঘুরিয়ে সৌরভকেই দায়ী করে আসছিলেন তিনি। এতদিন সেভাবে বিষয়টিতে মুখ খুলতে দেখা যায়নি বিসিসিআইয়ের ৩ সদস্যের হাই প্রোফাইল ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এদিন তিনি শাস্ত্রীর বিরুদ্ধে মুখ খোলেন। তাঁর দাবি, কে কোচ হবেন সে সিদ্ধান্ত তাঁর হাতে নয়। এ সিদ্ধান্ত নেয় বিসিসিআই। রবি শাস্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন। পাশাপাশি শাস্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ হওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সেই কোচ নির্বাচনের সময় ইন্টারভিউ বোর্ডের সামনে না এসে শাস্ত্রী ছুটি কাটাচ্ছিলেন ব্যাংককে। ছুটি কাটাতে কাটাতেই সেখান থেকে ইন্টারভিউ দেন তিনি। সৌরভ সাফ জানান, শাস্ত্রীর এই আচরণের মধ্যে একটা গাছারা ভাব রয়েছে বলে মনে করছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts