Sports

তুঙ্গে বিতর্ক, ইস্তফা দিতেও তৈরি সৌরভ

Published by
News Desk

কোনও সরাসরি সংঘাত তিনি চাইছেন না। তাই বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি থেকে ইস্তফা দিতে তৈরি সৌরভ গঙ্গোপাধ্যায়। একাধারে সৌরভ সিএবি-র প্রধান। আবার তিনি দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতাও। এই অবস্থায় তিনি ইডেনে হয়ে যাওয়া কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে বসতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক দানা বাধে। কলকাতা থেকেই ৩ জন তাঁর বিরুদ্ধে বিসিসিআই-এর কাছে অভিযোগ করেন।

বিসিসিআই-এর সিইও রাহুল জোহরি সৌরভকে আগামী ২০ এপ্রিল ওম্বুডসম্যানের সামনে হাজিরার নির্দেশ দিয়েছেন। সৌরভের এই দ্বৈত ভূমিকা নিয়ে ওম্বুডসম্যান ডিকে জৈনের মুখোমুখি হতে হবে তাঁকে।

বলে রাখা ভাল যে ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীর নিয়োগ নিয়ে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি বৈঠকে বসেছিল। তারপর থেকে আর তেমন বৈঠক হয়নি। কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। আর এখানেই প্রশ্ন দানা বেঁধেছে। কারণ শচীন তেন্ডুলকর এই কমিটির সদস্য হয়েও মুম্বই ইন্ডিয়ান্স দলের পরামর্শদাতা। ভিভিএস লক্ষ্মণ এই কমিটির সদস্য হয়েও সানরাইজার্স হায়দরাবাদের পরামর্শদাতা। অনেকের প্রশ্ন তাহলে সৌরভকে নিয়ে জল ঘোলা হচ্ছে কেন?

অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় শেষবারের জন্য বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি-র বৈঠকে অংশ নেন সেই ২০১৭ সালে। ফলে ওই কমিটি থেকে তিনি এখন ইস্তফা দিলেই বা কি! তবে সৌরভ নিজের জায়গায় এখনও স্থির। তিনি মনে করেন একাধারে সিএবি-র প্রধান হওয়া ও দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হওয়ার মধ্যে কোনও সংঘাত নেই। কোনও সমস্যাও নেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts