Sports

একদম নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, পেলেন এই দলের হেড কোচের দায়িত্ব

সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে। এবার তিনি হেড কোচের ভূমিকায়। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত স্থির হয়ে গেছে।

Published by
News Desk

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার দেখা যেতে চলেছে নতুন ভূমিকায়। তিনি এবার একটি দলের হেড কোচের দায়িত্বে। ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রধানত দেখা গেছে ক্রিকেটের বিভিন্ন প্রশাসনিক পদে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদ থেকে আইসিসি-র মেনস ক্রিকেট কমিটি-র চেয়ারম্যান, একের পর এক ক্রিকেট কেন্দ্রিক দায়িত্বেই সৌরভকে প্রধানত দেখা গেছে। মাঝে আইপিএল-এর দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসাবেও নজর কাড়েন তিনি।

তবে সরাসরি কোনও দলের কোচিংয়ের দায়িত্বে বড় একটা নজর কাড়েননি সৌরভ। এবার তিনি সেই দায়িত্বে। প্রিটোরিয়া ক্যাপিটালস দলের হেড কোচ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সৌরভ।

প্রিন্স অফ কলকাতা ২০২৬ সিজনে যে তাদের দলের হেড কোচ তা সমাজ মাধ্যমেও স্পষ্টে করে দিয়েছে এসএ২০-এর অন্যতম দল প্রিটোরিয়া ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার ওই দলের পক্ষ থেকে এও জানানো হয়েছে সৌরভকে তাদের ক্যাম্পে সাদর অভ্যর্থনার জন্য তৈরি তারা।

পেশাদার কোনও ক্রিকেট দলের হেড কোচের ভূমিকায় এবারই প্রথম দেখা যেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রসঙ্গত প্রিটোরিয়া ক্যাপিটালস দলের হেড কোচ ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট। তিনি এই পদ থেকে সরে যাওয়ার পরই সৌরভের নাম হেড কোচ হিসাবে নিশ্চিত করা হয়।

চলতি বছরের এসএ২০ প্রতিযোগিতার ১০টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতেই জয় পেয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ ২০২৬ সালে সেই খরা কাটাতে পারবেন বলেই বিশ্বাসী ওই দলের কর্তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk