Sports

হরভজনের কন্যাকে পুত্র ভেবে বিপাকে সৌরভ, চাইলেন ক্ষমা

Published by
News Desk

অমৃতসরের স্বর্ণমন্দিরে সপরিবারে গিয়েছিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। সেখানে স্ত্রী-কন্যার সঙ্গে তোলা একটি পারিবারিক ছবি ট্যুইট করেন হরভজন। সেই ছবি দেখে তাঁর একসময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরও দেন। ট্যুইট করে জানান, ‘ছেলে খুব সুন্দর, তাকে অনেক আদর দিও’।

সহজ সুন্দর পোস্ট। কিন্তু তা নিয়েই বেজায় লজ্জায় পড়েন সৌরভ। কারণটা সহজ। হরভজন সিংয়ের পুত্র নয়, কন্যা। নিজের ভুল বুঝতে পেরে ফের ট্যুইট করেন হরভজনের ‘দাদা’। লেখেন, ‘দুঃখিত, মেয়ে খুব সুন্দর, আমি বুড়ো হয়ে যাচ্ছি’। যদিও সৌরভের এই পুত্র-কন্যার ভুল বোঝাবুঝিকে আমল না দিয়ে উত্তর দেন হরভজন। জানান, ‘দাদা, তোমার আশির্বাদের জন্য ধন্যবাদ। সানার জন্য ভালবাসা। আশাকরি দ্রুত দেখা হবে’।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk

Recent Posts