Entertainment

অভিনেত্রীর ব্রেকফাস্ট খেয়ে বিছানায় শুয়ে পড়ল বাঁদর

Published by
News Desk

একেই বোধহয় বলে বাঁদরের বাঁদরামি! অবলীলায় ঘরে ঢুকে এল বাইরে থেকে। টেবিলে রাখা ব্রেকফাস্ট হামলে পড়ে সাবাড় করল। ফলগুলো খেল সবচেয়ে তাড়াতাড়ি। যাকে বলে হাঁউ হাঁউ করে উদরস্থ করল ফলের প্লেট। সঙ্গে আর যা ছিল সবকিছু। পেট ভরে যখন সে ব্রেকফাস্ট করছে তখন যাঁর ব্রেকফাস্ট সে সাবাড় করল তিনি চিৎকার করছেন। বাঁদরকে তাড়ানোর সবরকম চেষ্টা করছেন। কিন্তু ওসবে কানই দিল না বাঁদর বাবাজি।

শুধু ব্রেকফাস্ট খেয়ে নিলেও কথা ছিল! ধরে নেওয়া যেত বাইরে থেকে খাবার দেখে ঢুকে পড়ে খেয়ে নিয়েছে! কিন্তু এ বাঁদরের বিলাসিতা কম নয়! আরাম করে খাবার খেয়ে তারপর সে সোজা গিয়ে শুয়ে পড়ে খাটে। নরম বিছানায় বেশ জুত করে একটু বিশ্রাম সারে। তারপর খাওয়া, ঘুম সেরে একসময়ে দুলকি চালে ঘর থেকে বেরিয়ে যায়।

এমনই এক কাণ্ড ঘটেছে বলিউড অভিনেত্রী সৌন্দর্য শর্মা-র সঙ্গে। মুম্বইতে তাঁর ঘরে সকালে আচমকাই বাইরে থেকে একটি বাঁদর ঢুকে পড়ে। তিনি ভয়ে চিৎকার করতে থাকেন। তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কোনও কাজ হয়নি। বাঁদরটি প্রায় না শোনার ভান করে নিজের কাজ চালিয়ে যায়। অগত্যা মোবাইলে সেই বাঁদরের কাণ্ড কারবার ফ্রেমবন্দি করেন অভিনেত্রী। পরে তা দেখে সকলে অবাক। অভিনেত্রী সৌন্দর্যকে ২০১৭ সালে ‘রাঁচি ডায়েরিজ’ নামে সিনেমায় শেষ দেখা গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk