
ভারতের টেবিল টেনিস তারকা সৌম্যজিৎ ঘোষের বিরুদ্ধে বারাসত থানায় ধর্ষণের অভিযোগ করে এক কিশোরী। যা নিয়ে তোলপাড় গোটা বাংলা। বাংলার এক প্রতিভাশালী টেবিল টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে চমকে যান অনেকে। যদিও এখন জার্মানিতে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া সৌম্যজিৎ বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু যেহেতু পুলিশে অভিযোগ দায়ের হয়েছে তাই জাতীয় টেবিল টেনিস ফেডারেশন সৌম্যজিতের বিষয়টি নিয়ে বৈঠকে বসে। তারপর শুক্রবার টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে জানিয়ে দেওয়া হয় সৌম্যজিৎ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের তদন্ত বা আদালতের রায় যতক্ষণ না সামনে আসছে ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকতে হবে তাঁকে। কোনও জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলার এই টেবিল টেনিস তারকা। আসন্ন কমনওয়েলথ গেমস থেকেও তাঁর নাম কাটা পড়ল। অবশ্যই টেবিল টেনিস ফেডারেশনের এই সিদ্ধান্ত সৌম্যজিৎ ঘোষের জন্য খুব বড় ধাক্কা।
প্রসঙ্গত বারাসতের এক কিশোরীর অভিযোগ সৌম্যজিৎ ঘোষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দিয়ে সহবাস করেন। তাকে গর্ভপাত করাতে বাধ্য করা হয়। আর এতকিছুর পর সৌম্যজিৎ ঘোষ তার ও তার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করছে। তাকে আর বিয়ে করতে রাজি নয় সৌম্যজিৎ। সৌম্যজিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করে ওই কিশোরী।